পুজোর আগেই বাজল বিষাদের সুর, বন্ধ হল ডুয়ার্সের সাইলি চা বাগান


বন্ধ হল ডুয়ার্সের সাইলি চা বাগান
সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস কর্তৃপক্ষের
কাজ হারালেন ১০০০ শ্রমিক
পঞ্চমীতেই বিষাদের সুর চা শ্রমিকদের পরিবারে
 

বোনাস নিয়ে ঝামেলা, তাই পুজোর মুখে বন্ধ হয়ে গেল মালবাজারের সাইলি চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন এক হাজার শ্রমিক। মধ্যরাতে  সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ।

এবছর ডুয়ার্সের সমস্ত চা বাগানে ১৮.৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সাইলি চা বাগান কর্তৃপক্ষ তা দিতে রাজি ছিলেন না। কর্তৃপক্ষের তরফে ১৩.৫৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা বলা হয়। যদিও পরে এই হারেও বোনাস দেওয়া সম্ভব নয় বলে জানায় বাগান কর্তৃপক্ষ। এর পরেই চা বাগানের শ্রমিকরা ম্যানেজার সহ বাগানের অন্যান্য আধিকারিকদের ঘেরাও করে রাখেন। শ্রমিকদের এই ঘেরাওতে পাশে দাঁড়ায় একাধিক শ্রমিক ইউনিয়নও।

Latest Videos

মাল থানার পুলিশ গিয়ে বাগান ম্যানেজার সহ অন্যান্যদের রাতে ঘেরাও মুক্ত করে। এরপরেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। পুজোর আগে কাজ হারিয়ে তাই পঞ্চমীতেই বিষাদের সুর বাজছে ডুয়ার্সের সাইলি চা বাগানে। 

Share this article
click me!

Latest Videos

ভাঙড়ে তুলকালাম! কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল | Bhangar News Today | Arabul Islam News
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা Chinsurah | Hooghly News Today
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ, আমরা কী শান্তিতে থাকতে পারব?' আশঙ্কা প্রকাশ Agnimitra-র