জলে ডুবেছে গ্রামের রাস্তা, বন্যা দুর্গতদের পরিষেবা দিতে গঙ্গাবক্ষে দুয়ারে সরকার শিবির

টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। জলস্ফীতির কারণে নদীর জলও প্রবেশ করেছে গ্রামের মধ্যে। আর সেই কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় দুয়ারে সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এবার এই অভিনব পদ্ধতিতে সেইসব এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হল। 

Asianet News Bangla | Published : Aug 28, 2021 9:59 AM IST / Updated: Aug 28 2021, 04:44 PM IST

গঙ্গার উপরে নৌকায় বসল দুয়ারে সরকার শিবির। ঘুনাথগঞ্জের ভাঙ্গন প্রবণ এলাকায় প্রশাসনের এমন আয়োজনে আপ্লুত স্থানীয়রা। শুধু তাই নয়, বন্যা দুর্গত এলাকার মানুষদের নৌকা করে নিয়ে এসে দুয়ারে সরকার শিবিরে যোগদান করাচ্ছে মালদা লাগোয়া ফরাক্কা প্রশাসনও। সরকারি প্রকল্পের সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হন তার জন্যই এই পদক্ষেপ বলে প্রশাসনের উচ্চ আধিকারিকদের তরফে জানানো হয়েছে।

টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। জলস্ফীতির কারণে নদীর জলও প্রবেশ করেছে গ্রামের মধ্যে। আর সেই কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় দুয়ারে সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এবার এই অভিনব পদ্ধতিতে সেইসব এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হল। 

এবিষয়ে স্থানীয় বিডিও জুনায়েদ আহমেদ বলেন, "এলাকায় বন্যা হওয়ার ফলে, কুলিদিয়ার স্কুলে মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁদের নৌকা করে ক্যাম্পে আনা হয়। সমস্ত মানুষকে সুযোগ দিতে এই শিবির টানা চলবে।" নয়নসুক চড় সহ একাধিক এলাকায় জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত মানুষদের স্থানীয় কুলিদিয়ার প্রাথমিক স্কুলে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে, ওই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করা হলেও শেষপর্যন্ত তা বাতিল করা হয়। পরিবর্তে আশপাশের জলবন্দি হয়ে পড়া মানুষদের নৌকা করে শিবিরে আনার ব্যবস্থা করে প্রশাসন। 

আরও পড়ুন- রেললাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

আরও পড়ুন- টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি বার্তা দেবেন মমতা, বক্তব্য রাখতে পারেন অভিষেক

এদিনের শিবিরে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন বেশি জমা পড়েছে। এছাড়া, বেশকিছু স্বাস্থ্যসাথীর আবেদনও জমা পড়েছে। এলাকার সব মানুষকে রাজ্য সরকারের প্রকল্পগুলি আবেদনের সুযোগ দেওয়া হবে। অপরদিকে, বাংলাদেশ সীমান্ত এলাকার চড় পিরোজপুরে নৌকায় দুয়ারে সরকারের শিবির হয়। পদ্মা নদীতে জল বেড়ে যাওয়ার ফলে এই এলাকার ১৫ টি গ্রাম  জলমগ্ন হয়ে পড়ে। রাস্তাঘাট জলের তলায় চলে যায়। স্থানীয় লোকজন জল বন্দি হয়ে পড়ায়, ৭১০কিলোমিটার দূরে শহরে গিয়ে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারছিলেন না। 

আরও পড়ুন- 'সমগ্র ব্যবস্থাটাকে জালিয়াতি করে তুলছেন, মাননীয়া', শিক্ষক-নিয়োগ ইস্যুতে বিস্ফোরক সুজন

ফলে,  প্রশাসন চড় পিরোজপুরে নৌকায় দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করে। নৌকায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পত্র জমা করেন। জয়েন্ট বিডিও পার্থসারথি ঘটক বলেন, "এলাকা জলে ডুবে গিয়েছে। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন, ফলে আমরা নৌকা করে সকলের আবেদন গ্রহণ করেছি।" এই আয়োজনে খুশি স্থানীয়রা। 

Share this article
click me!