করোনা অতিমারীর পর এবার প্রবল বৃষ্টি। ঝড় বৃষ্টিতে ক্ষতি হল কয়েক কোটি টাকার ফসলের। মালদহের বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা। মঙ্গলবার ভোর থেকে নিম্নচাপের ঝড়বৃষ্টিতে মালদহের চাঁচল মহকুমার চাঁচল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর সহ একাধিক ব্লকে বিঘার পর বিঘা জমিতে ফসল নষ্ট হয়েছে।
কয়েক কোটি টাকার ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত অসংখ্য কৃষক। বুধবার সেই ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শনে যান চাঁচল বিধানসভা নবনির্বাচিত বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। এদিন তিনি চাঁচল বিধানসভার অলি হোন্ডা, মতিহার পুর, আশাপুর, কলিগ্রাম সহ ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার চাষের জমি পরিদর্শন করেন। এদিনের কৃষি জমি পরিদর্শনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল ১ নং ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দে, চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে সহ অন্যান্যরা।
এদিন চাঁচল বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নীহার রঞ্জন ঘোষ ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শনের পর চাষীদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে নীহার বাবু বলেন, চাঁচল বিধানসভা এলাকার মানুষ কৃষি নির্ভর। গতকালের ভয়াবহ ঝড়-ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলে। চাঁচল ১নং ব্লকের কৃষি অধিকর্তার দীপঙ্কর দেকে সঙ্গে নিয়ে এই ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শন করেন বিধায়ক। ক্ষতিগ্রস্তদের বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।