যুবনেতৃত্বে জোর, তৃণমূলের জেলা সংগঠনে বড়সড় রদবদল

পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। জেলা ঘাসফুল শিবিরের রাশ এখন যুবদের হাতে।

Parna Sengupta | Published : Aug 17, 2021 5:35 AM IST

পুরুলিয়ার জেলা ঘাসফুল (TMC district organization) শিবিরের (major reshuffle) রাশ এখন যুবদের (youth leadership) হাতে। জেলা সভাপতি হলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা কাশীপুর বিধান সভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়ার পুত্র সৌমেন বেলথরিয়া। যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য মেঘদুত মাহাতো। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে দেওয়া হয়েছে রাজ্য সাধারণ সম্পাদকের পদ।

পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। গুরুপদ টুডুর বদলে জেলা তৃণমূল সভাপতির নতুন দায়িত্ব পেলেন সৌমেন বেলথরিয়া । শান্তিরাম মাহাতোর বদলে জেলা চেয়ারম্যানের নতুন দায়িত্ব পেলেন হংসেশ্বর মাহাতো। নিয়তি মাহাতোর পরিবর্তে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন নমিতা সিং মুড়া। বিধায়ক সুশান্ত মাহাতোর পরিবর্তে জেলা যুব সভাপতির নতুন দায়িত্ব পেলেন মেঘদূত মাহাতো।

প্রফুল্ল মাহাতোর পরিবর্তে জেলা INTTUC র দায়িত্ব পেলেন উজ্জ্বল কুমার । একইসঙ্গে রাজ্য সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। জেলা সভাপতির নতুন দায়িত্ব পেয়ে দলকে এগিয়ে নিয়ে জাওয়ার পরিকল্পনা সৌমেন বেলথরিয়ার। পুরোনো এবং নতুন কর্মীদের মিলিতভাবে দলের কাজে নামার বার্তা দিলেন তিনি । 

অন্যদিকে সদ্য দায়িত্ব পাওয়া রাজ্য সাধারণ সম্পাদকের পদ পাওয়া শান্তিরাম মাহাতো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন দলকে আরো মজবুত করতে সংগঠনে রদবদল করা হতে পারে। খুব ভালো রদবদল হয়েছে। যুবসমাজের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আগামীদিনে সংগঠন আর কি হবে মজবুত হতে পারে সে লক্ষ্যে তিনি এই রদবদল করেছেন।

Share this article
click me!