মাধ্যমিক দিতে গিয়ে অসুস্থ হচ্ছিল ছাত্র, শিক্ষকদের জেরায় বেরল হাড় হিম করা তথ্য

চন্দ্রকোণা হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষাসহ বিভিন্ন জিনিস পরীক্ষা করা শুরু হয়েছে তার। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বেডে বসেই পরীক্ষা দিয়েছে গৌতম।

Parna Sengupta | Published : Mar 7, 2022 2:57 PM IST

আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik examination 2022)। সারা রাজ্য-জুড়ে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী (Millions of examinees) পরীক্ষা দিচ্ছে। এরই মাঝে একটা ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা দেওয়ার সময় বেঞ্চে বসে ধীরে ধীরে হেলে পড়ছিল ছাত্র। পরীক্ষকদের সন্দেহ হচ্ছিল তাকে দেখেই। অবনতির দিকে যেতে দেখে জিজ্ঞেস করতেই ছাত্র জানায় তাকে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন পরিস্থিতি বিপদজনক। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মাধ্যমিক পরীক্ষা দিতে  এসে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে চন্দ্রকোনা পলাশচাবড়ি নিগমানন্দ হাই স্কুলের ছাত্র গৌতম ঘোষ। পরীক্ষা কেন্দ্র ছিল চন্দ্রকোনার জিরাট উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা চলার এক ঘন্টা পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল সে। পরীক্ষকদের প্রথমে সন্দেহ হচ্ছিল। অসুস্থতা বাড়লে তাকে শিক্ষকরা জিজ্ঞেস করেন কোন সমস্যা হচ্ছে কিনা। তখন গৌতম জানায় তাকে চন্দ্রবোড়া সাপ কামড়েছে, খুব ঝিমুনি লাগছে। চমকে যায় পরীক্ষকরা। তারপরই দ্রুত তাকে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, তার চিকিৎসায় তৎপরতা শুরু হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসারত অবস্থায় পরীক্ষা দেয় সে।

Latest Videos

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বি এম ও এচ স্বপ্ননীল মিস্ত্রি জানান "রবিবার রাতে বাড়ির মধ্যে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড় দেয় তাকে। রাতেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চিকিৎসা জন্য এনেছিল পরিবার। রাতে চিকিৎসা শুরুও হয়েছিল। ওই অবস্থায় পরীক্ষা দিতে এসে সমস্যা হয়েছে। সমস্ত পরীক্ষা করে দেখা হচ্ছে পরিস্থিতি কতখানি জটিল। প্রয়োজনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।"

চন্দ্রকোণা হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষাসহ বিভিন্ন জিনিস পরীক্ষা করা শুরু হয়েছে তার। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বেডে বসেই পরীক্ষা দিয়েছে গৌতম।

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul