বাবার মৃতদেহ সৎকার না করে বিবাহ বন্ধনে পাত্র-পাত্রী

  • দেহ দাহ হলেই পড়ে যাবে অশৌচ পর্ব
  •  নির্ধারিত শুভ কাজ করতে পারবে না পরিবার
  • সঙ্গে রয়েছে পাত্রীর লগ্নভ্রষ্টা হওয়ার বিষয়
  • বেগতিক দেখে বাবার দেহ দাহ না করেই বিয়ে সারার সিদ্ধান্ত   
     

Asianet News Bangla | Published : Dec 10, 2019 12:54 PM IST

দেহ দাহ হলেই পড়ে যাবে অশৌচ পর্ব। নির্ধারিত শুভ কাজ করতে পারবে না পরিবার। সঙ্গে রয়েছে পাত্রীর লগ্নভ্রষ্টা হওয়ার বিষয়। বেগতিক দেখে বাবার দেহ দাহ না করেই বিয়ে সারার সিদ্ধান্ত  নিল পরিবার। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার উত্তর দিয়ারা গ্রামে। 

বাড়িতে আয়োজন শেষ। প্যান্ডেল থেকে  বিয়ের সানাই ভুরি ভোজের আয়োজন সম্পন্ন। হঠাৎ মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পাত্র কৃষ্ণেন্দুর বাবা অসিত বরণ মন্ডল । বুধবার শিক্ষক পরিবারের তারই একমাত্র ছেলের বিয়ে । বিয়ে ঠিক হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া হাটের কালিকাপুর এলাকায় । বছর ২৮-এর মনিকা সাহার সঙ্গে। পরিবার সিদ্ধান্ত নেয়, মৃতদেহ সৎকার না করেই আগামীকাল নিয়ম তিথি উপচারের মধ্য দিয়ে যে বিয়ের কথা ছিল সেটা সম্পূর্ণ হবে। 

Latest Videos

বছর ২৮ এর কৃষ্ণেন্দু মন্ডল পেশায় ব্যাংকের জোনাল ম্যানেজার। গোটা মন্ডল পরিবার এলাকায় শিক্ষক পরিবারের হিসাবে পরিচিত। এই সিদ্ধান্তে পাত্রীর বাবা জয়ন্ত কুমার সাহা ও কন্যা মনিকা সাহার পরিবারও খুশি। মৃত অসিতবরণ মণ্ডলের স্ত্রী রেখা মন্ডলও এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তিনি বলেছেন একজন নারী হয়ে আরেক নারীর সম্মান বাঁচানো আমার মূল লক্ষ্য । আমার স্বামীর শেষকৃত্য সম্পন্ন যদি দুইদিন পিছিয়ে যায়,তাতে আমার কোনও আপত্তি নেই। আরও এক জীবন বাঁচবে আমি খুশি।

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের