গঙ্গার ঘাটে আছড়ে পড়ল হড়পা বান, হুড়মুড়িয়ে পড়ল ঘাটের একাংশ

Published : Aug 21, 2020, 10:08 PM IST
গঙ্গার ঘাটে আছড়ে পড়ল হড়পা বান, হুড়মুড়িয়ে পড়ল ঘাটের একাংশ

সংক্ষিপ্ত

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা গঙ্গারঘাটে আছড়ে পড়ে হড়পা বান হড়পা বানের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় ঘাটটি গঙ্গার ঘাটে বড়সড় হড়পা বান দেখে আতঙ্কিত স্থানীয়রা  

দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রকূটি দক্ষিণবঙ্গ জুড়ে। জেলায় জেলায় দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ফুলে ফেঁপে উঠেছে ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, ইছামতী সহ অন্যান্য় নদীগুলি। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই হুগলির হিন্দমোটরে গঙ্গারঘাটে অভাবনীয় দৃশ্য দেখলেন এলাকার বাসিন্দারা। বটতলা গঙ্গারঘাটে হড়পা বান দেখে বিস্মিত অনেকেই। গঙ্গায় আগে এত বড় ধরনের জলোচ্ছ্বাস এলাকার মানুষ দেখেননি বলে দাবি তাঁদের।

বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির কারনে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। এদিন দুপুরে বটতলা গঙ্গার ঘাটে হড়পা বান দেখতে পান এলাকাবাসীরা। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার ওই ঘাট। 

স্থানীয় বাসিন্দারা জানান, আগের দিন গঙ্গায় তীব্র জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছিল হিন্দমোটরের ওই বটতলা ঘাট। শুক্রবার বড়সড় হড়পা বানের কারণে নতুন করে ভেঙে যায় ওই ঘাটটি। হড়পা বানের জলোচ্ছ্বাস বিশালাকার ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জলের তোড়ে বটতলা গঙ্গারঘাট ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যায় রিষড়া ও উত্তরপাড়া থানার পুলিশকর্মীরা। আগাম সতর্কতায় কী ব্যবস্থা নেওয়া যাওয়া সে বিষয়ে খতিয়ে দেখেন তাঁরা। যদিও, হড়পা বানের এই দৃশ্য দেখে বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস