বস্তার মধ্যে কৌটো ভর্তি ভ্রূণ, চাঞ্চল্য ছড়াল হাবড়া এলাকায়

Published : Nov 21, 2019, 09:09 PM ISTUpdated : Nov 21, 2019, 09:21 PM IST
বস্তার মধ্যে কৌটো ভর্তি  ভ্রূণ, চাঞ্চল্য ছড়াল হাবড়া এলাকায়

সংক্ষিপ্ত

কৌটোর ভিতরে মানব ভ্রূণ ২৪টি ভ্রূণ উদ্ধার হল প্রতিটি কৌটোয় লেখা রয়েছে নাম চাঞ্চল্য হাবড়া এলাকায়  

৮টি কন্টেনার, আর তার মধ্যে থেকে উদ্ধার হল ২৪টি ভ্রূণ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ার বটতলা এলাকায়। এগুলি প্রাথমিকভাবে মানব ভ্রূণ বলেই মনে করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের পর  শিমুল পুর মেলার মাঠেএকটি জলাশয়ে মাছ ধরতে যায় কিছু যুবক। একটি বস্তা দেখে সন্দেহ হয় তাঁদের। বস্তা খুলতেই বেরিয়ে পড়ে ৮টি কন্টেনার, তার মধ্যে ছিল ২৪টি কৌটো। সেগুলি খুলতেই দেখা যায় মাংসপিণ্ড। প্রতিটি কৌটোতেই আলাদা করে নাম লেখা ছিল। 

পুলিশ ওই মাংসপিণ্ডগুলি উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে। শুক্রবার এগুলি ময়নাতদন্তে পাঠান হবে। প্রাথমিক ভাবে মাংসপিণ্ডগুলি মানব ভ্রূণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ কোনও নার্সিংহোম এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। অবৈধ গর্ভপাত করিয়ে এগুলি ফেলে দিয়ে গেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। 


 

PREV
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট