ছাত্রীকে কুপ্রস্তাব, পুলিশকে গণপিটুনি ঘিরে চাঞ্চল্য় ছড়াল বসিরহাটে

 

  • পুলিশকে গণপিটুনি ঘিরে চাঞল্য় ছড়াল বসিরহাটে
  •  অভিযোগ, পুলিশকর্তা কুপ্রস্তাব দেয় ছাত্রীদের  
  • এরপরেই গাড়িতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী  
  • আহত পুলিশ কর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে 

 ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, শ্লীলতাহানি, প্রতিবাদে পুলিশ কর্তাকে গণপিটুনি ঘিরে চাঞল্য় ছড়াল বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রামে। অভিযোগ, হাড়োয়া থানার এএসআই কুপ্রস্তাব ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন  ক্লাস ইলেভেনের মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা দুই ছাত্রী ১৭ বছরের সঞ্চিতা রায় এবং ১৬ বছরের পম্পা সর্দারকে। সূত্রের খবর, এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত পুলিশ অফিসারের উপর চড়াও হয়।  গাড়িতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী।  

আরও পড়ুন, রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কামারহাটি, একাধিক গাড়িতে আগুন,জখম পুলিশ

Latest Videos


বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এমসিএইচ হাই স্কুলের ঘটনা। এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ‍্যায় মোহনপুর এমসিএইচ হাইস্কুল প্রাঙ্গণে ছাত্র যুব উৎসব ২০১৯-২০ অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের পুলিশকর্তা ডিউটিরত অবস্থায় ছিলেন এএসআই জাহাঙ্গীর হোসেন গাজী। সন্ধ্যা ছটা নাগাদ স্কুলেরই ক্লাস ইলেভেনের মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা দুই ছাত্রী ১৭ বছরের সঞ্চিতা রায় ও ১৬ বছরের পম্পা সর্দার অভিযুক্ত এএসআই কুপ্রস্তাব ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশ কর্তাকে ক্লাসরুমে আটকে বেধড়ক গণপিটুনি দেয় গ্রামবাসীরা। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়।

আরও পড়ুন, কুমারগঞ্জ গণধর্ষণ- খুন কাণ্ডে তৎপর পুলিশ, এগারো দিনেই জমা পড়ল চার্জশিট


ঘটনাস্থলে হাড়োয়া ও মিনাখাঁ  থানার বিশাল কামব্যাট ফোর্স ও পুলিশবাহিনী মোতায়েন করা রয়েছে। ঘটনাস্থলে মিনাখাঁ এসডিপিও রয়েছেন। এই ঘটনা পূর্ব-পরিকল্পিত কিনা  খতিয়ে দেখছে পুলিশ। এমনকি ওই পুলিশ কর্তা কে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কিনা সেটাও তদন্তে রাখছে পুলিশ। ছাত্রী ও পরিবারের তরফ থেকে থানায় এখনো কোনও  লিখিত অভিযোগ দায়ের হয়নি। ইতিমধ্য়েই পুলিশ কর্তা জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury