প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চুরি লক্ষাধিক টাকার মেশিন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী

ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন, তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ। এদিকে পুরুলিয়ার প্রান্তিক ব্লকের হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিকাঠামো সঙ্গে যুক্ত জরুরি মেশিন খোয়া যাওয়ায় বেশ চাপে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন।

করোনার তৃতীয় তরঙ্গের প্রকোপের ধাক্কায় কাবু দেশের স্বাস্থ্য পরিষেবা। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তৃতীয় ঢেউ ইতিমধ্যেই দেশ জুড়ে চলে এসেছে। এর চরিত্র বুঝতে আরও দু সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাঁরা সতর্ক করেছেন ওমিক্রনের ক্ষমতা কিছুটা কম দেখা যাবে মানব শরীরে। কারণ ইতিমধ্যে দুডোজের ভ্যাকসিন প্রায় সবার নেওয়া হয়েছে। তবে উৎসব বন্ধ না হলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ফল ভুগতে হবে বয়স্ক মানুষ ও চিকিৎসকদের। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় তরঙ্গের প্রকোপে নাজেহাল দশা জেলা সদর হাসপাতাল থেকে গ্রামীণ হাসপাতালের।

একের পর এক আক্রান্ত চিকিৎসক (Doctors), স্বাস্থ্য কর্মী(Health Worker) থেকে পুলিশ আধিকারিক (Police)। ঠিক সেই সময় পুরুলিয়া (Purulia) জেলার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (Jhalda Block Primary Health Centre) থেকে লক্ষাধিক টাকা দামের জরুরী মেশিনের(machine) যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীর (Health Worker) বিরুদ্ধে। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা হাসপাতাল চত্বরে। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের হয়েছে স্থানীয় ঝালদা থানায়। পুলিশের পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি নিজে তদন্ত করবেন বলেও জানিয়ে দেন।

Latest Videos

ঝালদা ব্লক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খোয়া যাওয়া প্রায় লক্ষাধিক টাকা দামের পিসি ওয়ার্কস্টেশন (ডিইএল) এবং ইন্টারকানেকটিং কেবল দেখভালের দায়িত্বে ছিলেন রেডিও ডায়াগনিসিস বিভাগের স্বাস্থ্য কর্মী সেলিমা সরেন। জানা যায় হাসপাতালের এক্সরে রুমে ছিল এই মেশিন। গত ৯ই ডিসেম্বর তারিখ থেকে এই মেশিনটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরই হাসপাতালের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বিএমওএইচ দেবাশিস মণ্ডল স্থানীয় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের তির রেডিও ডায়াগনোসিস বিভাগের কর্মী সেলিমা সোরেনের দিকে। কারণ এই মেশিন পত্রের দায়িত্বে ছিলেন তিনিই। যায় বিরূদ্ধে অভিযোগ, সেই সেলিমা সরেন এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুনাল কান্তি দে । এদিকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সরকারি সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন, তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ। এদিকে পুরুলিয়ার প্রান্তিক ব্লকের হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিকাঠামো সঙ্গে যুক্ত জরুরি মেশিন খোয়া যাওয়ায় বেশ চাপে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা