ধসে চাপা পড়ল বাড়ি, গাড়ি, বিধ্বস্ত ভুটান, বিপদের আশঙ্কা বাংলাতেও

  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভুটানের ফুন্টসেললিং
  • ধসের জেরে মাটি চাপা পড়ল বাড়ি, গাড়ি
  • বহু মানুষ ঘরছাড়া, আরও বৃষ্টির পূর্বাভাস
  • ভুটান সীমান্ত লাগোয়া বাংলার দুই জেলাতেও বন্যার আশঙ্কা
     

debamoy ghosh | Published : Jun 26, 2019 6:25 AM IST / Updated: Jun 26 2019, 12:02 PM IST

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভুটানের ফুন্টেলিং। টানা বৃষ্টির জেরে একাধাকি জায়গায় ধস নেমে মাটির তলায় চাপা পড়েছে বহু বাড়ি, গাড়ি। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। 

আশঙ্কা বাড়িয়ে বুধ এবং বৃহস্পতিবারও ভুটানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে, প্রশাসনিক কর্তাদের কপালে চিন্তা ভাঁজ পড়েছে। 

ভুটানের ফুন্টসেলিংয়ের  চুখা জেলার কাবরেটার এলাকায় ধসে বাড়ি, গাড়ি চাপা পড়েছে। এখনও মৃত্যুর খবর না পাওয়া গেলেও প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মিলেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ গৃহহীন হয়েছেন।

অন্যদিকে ভুটানের মতোই টানা বৃষ্টি চলছে ভুটান সীমান্ত লাগোয়া ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। অনেক নদীর জলস্তর বেড়ে গিয়ে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। প্রতিবছরই ভুটানের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আশঙ্কা করা হচ্ছে, এবারেও ভুটানে অবিরাম বৃষ্টি হলে জলপাইগুড়ির নাগরাকাটা ,বানারহাট এবং আলিপুরদুয়ারের বীরপাড়া, মাদারিহাট, কালচনি, হাসিমারা, জয়গাঁর মতো  এলাকাগুলি প্লাবিত হতে পারে।


 

Share this article
click me!