উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২৭ মে, ক'টা থেকে দেখা যাবে রেজাল্ট

swaralipi dasgupta | undefined | Published : May 13, 2019 7:30 PM

সংক্ষিপ্ত

 

  • উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।  
  • ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে।
  • আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। 


উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।  ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। তাই বলাই যায়, একই সঙ্গে ভোটের প্রাথীর্রা ও দুই বোডর্ পরীক্রার পরীক্ষার্থীরা বেশ উদ্বেগে থাকবে। 

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ১৩ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এই বছর পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ পরীক্ষার্থী। 

Latest Videos

২৭ মে, অর্থাৎ ফল প্রকাশের দিন সকাল ১০ থেকে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। জানা গিয়েছে ওয়েব সাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১০.৩০মিনিট  থেকে ফলাফল দেখতে পারবে। 

প্রসঙ্গত, আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পাবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। একদিকে ভোট ঘিরে তপ্ত বাংলা। ২৩ মে ভোটের ফলাফল। তার আশপাশেই দুই বোর্ডের পরীক্ষার ফলাফল। ফলে ভোটের প্রার্থীদের মতোই পরীক্ষার্থীরাও বেশ চাপে থাকবে,, তা বলাই যায়। 
 

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার