উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২৭ মে, ক'টা থেকে দেখা যাবে রেজাল্ট

swaralipi dasgupta |  
Published : May 13, 2019, 07:30 PM IST
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২৭ মে, ক'টা থেকে দেখা যাবে রেজাল্ট

সংক্ষিপ্ত

  উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।   ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। 


উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।  ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। তাই বলাই যায়, একই সঙ্গে ভোটের প্রাথীর্রা ও দুই বোডর্ পরীক্রার পরীক্ষার্থীরা বেশ উদ্বেগে থাকবে। 

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ১৩ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এই বছর পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ পরীক্ষার্থী। 

২৭ মে, অর্থাৎ ফল প্রকাশের দিন সকাল ১০ থেকে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। জানা গিয়েছে ওয়েব সাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১০.৩০মিনিট  থেকে ফলাফল দেখতে পারবে। 

প্রসঙ্গত, আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পাবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। একদিকে ভোট ঘিরে তপ্ত বাংলা। ২৩ মে ভোটের ফলাফল। তার আশপাশেই দুই বোর্ডের পরীক্ষার ফলাফল। ফলে ভোটের প্রার্থীদের মতোই পরীক্ষার্থীরাও বেশ চাপে থাকবে,, তা বলাই যায়। 
 

PREV
click me!

Recommended Stories

মামলা লড়তে ৬৫ কোটি খরচ! DA দিতে রাজি নয়, RTI রিপোর্টই হাতিয়ার সরকারি কর্মীদের
West Bengal SIR Hearing: শুনানিতে চরম তাণ্ডব! হিঙ্গলগঞ্জ ক্যাম্পে প্রশাসনের উপর চড়াও অভিযুক্ত ব্যক্তি