বাপের বাড়ি থেকে আনতে হবে টাকা, কথা না শোনায় স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী

Published : Mar 15, 2020, 11:54 PM IST
বাপের বাড়ি থেকে আনতে হবে টাকা, কথা না শোনায় স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী

সংক্ষিপ্ত

বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য় চাপ তৈরি করা হয় গৃহবধূর ওপর দিনের-পর-দিন চলত ঝগড়া, বাড়িতে কাকচিল বসতে পারত না রবিবার সকালে ঝগড়়া চরমে ওঠে বলে জানান প্রতিবেশীরা তারপরেই মেনকা বিবিকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ

স্বামী-স্ত্রীর মধ্য়ে প্রায়ই ঝগড়া নাকি ঝগড়া লাগত। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য়ও নাকি মারধর করা হত। রবিবার সকালে দু-পক্ষের অশান্তিতে রীতিমতো ঘুম ভেঙে গিয়েছিল পড়শিদের। তারপরেই খুন হন ৩২ বছরের গৃহবধূ মেনকা বিবি। বসিরহাটেরপ স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামের এই ঘটনায় এদিন সকালে চাঞ্চল্য় ছড়ায়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। গিয়ে দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেনকা বিবি। তাঁর গলায় কোপ, পেটেও কোপ। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য়। গ্রেফতার করা হয় স্বামী আজিজকে। একইসঙ্গে  গ্রেফতার করা হয় শ্বশুর আতর আলিকেও।

প্রতিবেশীরা জানান, প্রায়ই ওই পরিবারে ঝগড়া লেগে থাকত। মেনকা বিবিকে বাপের বাড়ি থেকে টাকাপয়সা আনার জন্য়ও নাকি জোর করা হত। আর পুরো ব্য়াপারটায় মদত ছিল শ্বশুরের। স্থানীয়রা মনে করছেন, ওই পরিবারে পারিবারিক অশান্তির জন্য় আজিজই দায়ী। সে কাজকর্ম কিছু করত না। খালি বউকে টাকা আনার জন্য় চাপ দিত। যেরকম নৃশংসভাবে খুন করা হয়েছে, তা দেখে কেউ কেউ তো আজিজের ফাঁসির দাবিও করেন।

PREV
click me!

Recommended Stories

লক্ষ্মীবারেও ১০-এর ঘরেই শীতের কাঁটা! কলকাতা সহ জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
Sukanta on Abhishek: বিশ্ব ইজতেমাতে মহিলা সাংবাদিককে হেনস্তায় অভিষেক চুপ কেন? প্রশ্ন তুললেন সুকান্ত