কলকাতার পর মুর্শিদাবাদ, বিএসএফের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ রেমডিসিভির

  • রেমডিসিভির সহ নেশার সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত
  • পাচারের আগেই বাজেয়াপ্ত বিএসএফের হাতে
  • ৫৯ প্যাকেট রেমডিসিভির ইঞ্জেকশন উদ্ধার
  • আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা

রেমডিসিভির পাচারের আগেই বাংলাদেশ লাগোয়া সীমান্ত মুর্শিদাবাদের লালগোলা এলাকায় বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।  পাচারের আগেই সীমান্তরক্ষী জওয়ানদের হাতে উদ্ধার বিপুল পরিমাণ রেমডিসিভির।

কলকাতার পরে কি এবার মুর্শিদাবাদ! এই প্রশ্নই এখন ভাবাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের। শুক্রবার এই ঘটনা চাউর হতেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র দিন দুয়েক আগে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার হাতে ডায়মন্ড হারবার রোড থেকে ১৩২ ভায়াল রেমডিসিভির সহ গ্রেফতার হয় ৩ কারবারি। তারা রেমডিসিভিরের কালোবাজারির সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান। 

Latest Videos

সেই রেশ কাটতে না কাটতেই চুপিসারে কাঁটাতার টপকে মাদকের সঙ্গে রেমডেসিভির ওষুধ বাংলাদেশ থেকে পাচারের আগেই উদ্ধার হল মুর্শিদাবাদে। সব মিলিয়ে করোনার চিকিৎসায় ব্যবহৃত কয়েক লক্ষ টাকায় রেমডিসিভির সহ নেশার সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করলেন বিএসএফ আধিকারিকরা। এই সব পাচার হতে চলা দ্রব্য উদ্ধার করেন লালগোলা ডিএমসি ক্যাম্পের ৩৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। পুরো এই অভিযানের নেতৃত্ব দেন বিএসএফের কোম্পানি কমান্ডার যোগেশ প্রতাপ সিং। 

জানা গিয়েছে, বিএসএফের এই অভিযানের ফলে পাচার হওয়ার আগেই ১৯৫ শিশি ফেন্সিডিল, ৫৯ প্যাকেট রেমডিসিভির ইঞ্জেকশন উদ্ধার হয়। সব মিলিয়ে এর আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের খোঁজে সীমান্ত এলাকায় তল্লাশি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ করিডোরকেই নতুন ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে চলেছে চোরাকারবারীরা। 

এদিকে, শুক্রবার ভারতের মোট করোনাভাইরাস সংক্রমণের পরিমাণ ২ কোটি ৪০ লক্ষ ছাপিয়ে গেল। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে বৃহস্পকিবার গোটা দেশে  ৩,৪৩,১৪৪ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় কোভিড জনিত কারণে প্রাণহানি ঘটেছে ৪০০০ জনের। ফলে ভারতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২,৬২,৩১৭-এ। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ড্যাশবোর্ড অনুসারে দেশের মোট করোনা সংক্রমণের সংখ্যা এখন ২,৪০,৪৬,৮০৯। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার সকালের তুলনায় এদিন আরো একটু কমেছে চিকিৎসাধীন রোগীর চাপ। ভারতে এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করছেন ৩৭,০৪,৮৯৩ জন, যা দেশের মোট কোভিড-১৯ সংক্রমণের ১৫.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৪,৭৭৬ জন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর