আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে পশ্চিমবঙ্গে, জারি সতর্কতা

arka deb | Updated : May 16 2019, 11:23 AM IST

সংক্ষিপ্ত

  • প্রসঙ্গত ২০১৭ সালে খাগড়াগড় বিস্ফোরণ ভোলেনি রাজ্য।
  • কাজেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার।
  • পুলিশের তরফে শুরু হয়েছে নাকা তল্লাশি। 


১৯ মে পশ্চিমবঙ্গে শেষ দফা ভোট।  এমনিতেই আটোসাঁটো নিরাপত্তা জারি হিংসা এড়াতে। তার মধ্যেই রাজ্য পুলিশ প্রশাসনের ঘুম ছুটিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র সতর্কবার্তা।

আইবি-র তরফে রাজ্য পুলিশ এবং রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, ১৮ মে পশ্চিমবঙ্গের কোনও গুম্ফায় আত্মঘাতী হামলা চালাতে পারে  মহিলা জঙ্গি। সেনা বাহিনীর কাছেও পাঠানো হয়েছে এই বার্তা। গত বুধবার সেনা বাহিনীও তাঁর সমস্ত ইউনিটকে সতর্কতা বাড়াতে নির্দেশ দিয়েছে। 

Latest Videos


১৯ তারিখ রাজ্যে শেষ দফার নির্বাচন। এমনিতেই তুমুল অস্থিরতা তৈরি হয়ে রয়েছে ভোটপ্রচারকে কেন্দ্র করে। সাম্প্রদায়িক সম্প্রীতি সুতোয় ঝুলছে। ইতিমধ্যেই নদিয়া, ডায়ামন্ডবারবার থেকে অশান্তির খবর আসছে ঘনঘন। তারই মধ্যে আরও হিংসার আবহ তৈরি করতেই এই হামলা হতে পারে বলে জানাচ্ছে খোদ গোয়েন্দা দফতর। 

প্রসঙ্গত ২০১৭ সালে খাগড়াগড় বিস্ফোরণ ভোলেনি রাজ্য । কাজেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। পুলিশের তরফে শুরু হয়েছে নাকা তল্লাশি। প্রতিটি থানাকে বলা হয়েছে সতর্কতা বাড়াতে। সমস্ত ধর্মস্থানগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা।

Share this article
click me!

Latest Videos

‘শিক্ষকদের সঙ্গে প্রতারণা চলছে মমতার নির্দেশে!’ SSC কাণ্ডে মমতাকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী
Pahalgam হামলার জবাব দেবে ভারত! কাশ্মীরে পৌঁছলেন সেনাপ্রধান | Indian Army Cheif | Kashmir Attack