পুজোর মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মুর্শিদাবাদে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। স্থানীয় শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকদকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন-আজ কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা
মুর্শিদাবাদের ভগবানগোলায় শুক্রবার শিশু বিকাশ প্রকল্পের দফতরের সামনে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরতদের ভাতা কর্মী পদে আঠারো হাজার টাকা এবং সহায়িকা পদে বারো হাজার টাকা করে বেতন বরাদ্দ করতে হবে। একইসঙ্গে ৭৫ শতাংশ সুপারভাইজার পদে পদোন্নতি হিসেবে এবং মাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ সহায়ককর্মী পদে পদোন্নতির দাবি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পাশাপাশি, ৬৫ বছর বয়সে ছাঁটাইয়ের পরিবর্তে তাঁদের নির্দিষ্ট পরিমান ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-নদীতে ভেসে এসেছিল বাংলাদেশি নাগরিকের দেহ, প্রতিবেশীকে দেহ ফেরাল বিএসএফ
ভগবানগোলায় শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক দিব্যেন্দু বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। দফতরের সামনে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। বাইশ দফা দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে স্মারকলিপি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই দফতরের আধিকারিক।