প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক এবং সাংসদ আবু আয়েশ মণ্ডল

  • প্রয়াত প্রাক্তন বিধায়ক এবং সাংসদ আবু আয়েশ মণ্ডল
  • আজ বর্ধমানের মন্তেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর
  • ওনার মৃত্যুতে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Asianet News Bangla | Published : Nov 6, 2020 5:54 PM IST / Updated: Nov 07 2020, 12:31 AM IST

কলকাতা: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে প্রকাশিত শোক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ বর্ধমানের মন্তেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রয়াত আবু আয়েশ মন্ডল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্বও পালন  করেছেন।  আবু আয়েশ মণ্ডল মন্তেশ্বরের বিধায়ক ও কাটোয়ার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।  সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। 

শোক বার্তায় সব শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি আবু আয়েশ মণ্ডলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রসঙ্গত ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর থেকে সিপিআইএমের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। ২০০৬ লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি।

Share this article
click me!