ঘোষিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কীভাবে জানবেন ফলাফল

  • ঘোষিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
  • কীভাবে জানবেন ফলাফল

Indrani Mukherjee | Published : Jun 20, 2019 8:27 AM IST

প্রকাশিত হল এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। আজ দুপুর একটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হল জয়েন্ট এন্ট্রান্সের ফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আগামী ২ জুলাই তারিখে প্রকাশিত করা হবে ফলাফল, কিন্তু বোর্ডের তরফ থেকে প্রস্তাবিত তারিখের আগেই প্রকাশ করা হল ফলাফল।

 দুপুর ২টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। প্রসঙ্গত এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়েছিল গত ২৬ মে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার৷ পরীক্ষার ২৪ দিন পরই প্রকাশিত হল জয়েন্টের ফল। 

এন্ট্রান্স পরীক্ষার ফলের ওপর নির্ভর করেই শিক্ষার্থীরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে পেপার ১ এবং পেপার ২-এ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে জেনারেল মেরিট রাঙ্কের ভিত্তিকে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।  

ফল জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in -এ। 

Share this article
click me!