৩০ হাজারে তৃণমূল, ষষ্ঠ রাউন্ডের শেষে খড়গপুরে বিজেপি দাঁড়িয়ে ১৮ হাজারে

Published : Nov 28, 2019, 11:00 AM IST
৩০ হাজারে তৃণমূল, ষষ্ঠ রাউন্ডের শেষে  খড়গপুরে বিজেপি দাঁড়িয়ে ১৮ হাজারে

সংক্ষিপ্ত

ষষ্ঠ রাউন্ডে তৃণমূল বেডে় ৩০,২২৬ ভোটে দাঁড়িয়েছে  যেখানে বিজেপি পেয়েছে ১৮৪৮৫টি ভোট  প্রথমে ভোট গণনা শুরু হতে সাবইকে অবাক করে এগিয়ে ছিল বাম-কংগ্রেস প্রার্থী ষদিও সপ্তম রাউন্ডে সেরকম প্রভাব ফেলতে পারেনি তারা

খাস নিজের গড়েই জমি নড়বড়ে দেখাল দিলীপ ঘোষের। বিজেপির রাজ্য সভাপতির খাসতালুক খড়গপুরে বিজেপিকে বিপুল ব্য়বধানে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল। পাঁচ রাউন্ডের শেষে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার পেয়েছেন ২৩ ৬০০ ভোট। সেখানে ৪৫.৮১ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। যা ষষ্ঠ রাউন্ডে আরও বেডে় ৩০,২২৬ ভোটে দাঁড়িয়েছে। যেখানে বিজেপি পেয়েছে ১৮৪৮৫টি ভোট। প্রথমে ভোট গণনা শুরু হতে সাবইকে অবাক করে এগিয়ে ছিল বাম-কংগ্রেস প্রার্থী। পরে কমতে থাকে বাম -কংগ্রেসের ভোট।  প্রথম রাউন্ডের শেষে খড়গপুরে বিজেপি পেয়েছে ৩৩০৪টি ভোট। তৃণমূলের ঘরে এসেছে ৩২৬৯টি ভোট। কিন্তু সবাইকে পিছনে ফেলে বাম-কংগ্রেস জোট পেয়েছে ৪২৮৪টি ভোট। রাজ্য় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাঁচবেড়িয়ার মতো সংখ্যালঘু অধ্য়ুষিত অঞ্চল থেকে ভোটের মার্জিন কমতে শুরু করেছে বিজেপির। এই সব মুসলিম প্রধান অঞ্চলে স্বাভাবিকভাবেই ব্য়ালট খুলতেই তৃণমূলের ঝুলিতে ভোট এসেছে। 

PREV
click me!

Recommended Stories

SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট
Suvendu Adhikari: ‘মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়ে উল্টো খেলা হয়ে গেল!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু