বড়বাজার মামলায় মুকুলকে তলব, জেরা করতে চায় কলকাতা পুলিশ

Published : Jul 29, 2019, 07:33 PM IST
বড়বাজার মামলায় মুকুলকে তলব, জেরা করতে চায় কলকাতা পুলিশ

সংক্ষিপ্ত

বড়বাজার মামলায় মুকুল রায়কে তলব তলব করল কলকাতা পুলিশ মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ


এবার মুকুল রায়কে জেরা করার জন্য নোটিস পাঠালো কলকাতা পুলিশ। বড়বাজারের এক ব্যবসায়ীর থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় মুকুলকে নোটিস পাঠানো হয়েছে বলে সংবাদসংস্থার দাবি। 

কলকাতা পুলিশের অভিযোগ, গত বছর বড়বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে আশি লক্ষ টাকা নেন বিজেপি নেতা মুকুল রায়। সেই মামলাতে এর আগেও দিল্লি গিয়ে বিজেপি নেতাকে জেরা করতে চেয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু পুলিশের সেই সমনের বিরুদ্ধে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়। এবার কলকাতাতেই মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য মুকুল রায়কে নোটিস পাঠানো হয়েছে। 

আরও পড়ুন- একুশে জুলাইয়ের ভিড় দেখে হতাশ মমতা, খোঁচা দিয়ে মন্তব্য মুকুলের

এর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনাতেও মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতে কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন মুকুল রায়। একই সঙ্গে নদিয়া জেলাতে প্রবেশেরও অনুমতি পেয়েছেন তিনি। তার পরে ফের বড়বাজার মামলায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা পুলিশ। 
 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
টার্গেট কী ভোলা ঘোষ? আদালতে যাওয়ার পথেই শেষ! শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যেতেই এমন ঘটনা!