Published : Mar 18, 2025, 01:07 PM ISTUpdated : May 11, 2025, 06:33 PM IST
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কবে চালু হবে, তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার। এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল। কবে গঠন হবে সপ্তম পে কমিশন, তার দিনক্ষণ জানিয়ে দিল বাংলা সরকার।
এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল। কবে গঠন হবে সপ্তম পে কমিশন, তার দিনক্ষণ জানিয়ে দিল বাংলা সরকার।
513
তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কবে নতুন বেতন কমিশনের আওতায় বেতন পাবেন? চলুন দেখে নেওয়া যাক।
613
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ১৯৭১ সালে প্রথমবার বেতন কমিশন গঠিত হয়। এরপর প্রতি দশকেই নতুন বেতন কমিশন এসেছে।
713
আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো-
১৯৮১ সালের দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয়।
১৯৯০ সালের তৃতীয় বেতন কমিশন গঠিত হয়।
১৯৯৮ সালে চতুর্থ বেতন কমিশন গঠিত হয়।
২০০৯ সালে পঞ্চম বেতন কমিশন গঠিত হয়।
২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় যা বর্তমানে কার্যকর।
813
প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এই বেতন কমিশন।
913
তবে এখন প্রশ্ন সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে?
1013
চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সামান্য পরিমাণে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নতুন বেতন কমিশন নিয়ে কোন রকম মুখ খোলা হয়নি।
1113
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা বাড়িয়ে ১৮% করা হবে। তবে শুধুমাত্র ডিএ বৃদ্ধি সমস্যা সমাধান নয়। কর্মচারীরা চাইছে নতুন বেতন কমিশন।
1213
২০২৬ সালের আশেপাশের সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে।
1313
তবে সরকারের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনোরকম অনুষ্ঠানে ঘোষণা করা হয়নি।