রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। সোমবার ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা জানায় ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল, তারপই রাতে তা ঝুপড়ির ওপর ভেঙে পড়ে।
রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। এর জেরে বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। রবিবার রাতেই কলকাতার পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। সোমবার ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা জানায় ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল, তারপই রাতে তা ঝুপড়ির ওপর ভেঙে পড়ে।