তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে আক্রমণ করা হয়নি। কিন্তু গত কয়েক মাসে বারবার তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জন্যই জোট হয়নি বলেও দাবি অভিষেকের।
পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা না হওয়া নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দাবি, তাঁরা কংগ্রেসকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু কোনওরকম আলোচনায় বসেনি কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে আক্রমণ করা হয়নি। কিন্তু গত কয়েক মাসে বারবার তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জন্যই জোট হয়নি বলেও দাবি অভিষেকের।