গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর এলাকার একটি বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বোমা বাঁধার মশলা সহ অন্যান্য বেশ কিছু সামগ্রী।
৮ই জুন রাজ্যে রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে রবিবার কলকাতার গড়িয়ার ৫২ পল্লী থেকে আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ সহ পাঁচ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর এলাকার একটি বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বোমা বাঁধার মশলা সহ অন্যান্য বেশ কিছু সামগ্রী।
উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শটার, ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বারুদ। উদ্ধার হয়েছে ২৫টি সুতলির বান্ডিল। মূলত বোমা বাধার কাজে উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের এক ছাত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্র ও অস্ত্রের সামগ্রী উদ্ধার হয়েছে আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ওই ছাত্রের বাড়ি থেকেই।
ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা ফয়জল বিন আহমেদ বলেন, ভোট চলছে। তাই বারুইপুর জেলা পুলিশ সবসময় সতর্ক। তল্লাশি-অভিযানও চলেছে। এরইমধ্যে রবিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় খবর আসে অস্ত্র মজুতের। এরপরই অভিযান চালিয়ে একজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষের ওই ছাত্রের নাম উঠে আসে।
পুলিশ সূত্রে খবর, হিরণ্ময় নস্কর ওরফে রানা এবং বিজয় হালদার ওরফে ভুতমের কাছ থেকে ১টি ওয়ান শাটার, ২টি সেভেন এমএম পিস্তল, ৩০ রাউন্ড লাইভ কার্তুজ এবং ৫ জি বোমা বাঁধার মশলা উদ্ধার হয়েছে। সেই সঙ্গেই ২৫টি সুতলির বান্ডিলও পেয়েছে পুলিশ। হিরণ্ময় ওরফে রানার বাড়ি থেকে এই সামগ্রী উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। এদিকে আবার শোনা যাচ্ছে, বিজয় ওরফে ভুতম দাগি আসামী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এর আগেও তিনি গ্রেফতার হয়েছেন।
ধৃত বিজয়ের বিরুদ্ধে আরও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ২০১৯ সালে তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। ওই মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র হিরণ্ময়ের বাড়িতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।