বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, মিলল নিশ্চিত খবর, দেখে নিন কত টাকা পাবেন

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মাসিক বেতন বৃদ্ধি পাচ্ছে ৩ হাজার টাকা। চুক্তিভিত্তিক কর্মীদের বেতনও বৃদ্ধি পেয়ে ১৫ হাজার টাকা হয়েছে।
Sayanita Chakraborty | Published : Nov 29, 2024 7:00 AM IST / Updated: Nov 29 2024, 12:36 PM IST
115

অবশেষে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বেতন বাড়ছে সরকারি কর্মীদের। মিলবে ৩৬,০০০ টাকা অধিক।

215

আগামী বছর রাজ্য সরকারী কর্মীদের জন্য বেশ লাভজনক হতে চলেছে। মিলবে মোটা টাকা।

315

সদ্য প্রকাশ্যে এল নিশ্চিত খবর। মাসিক বেতন বৃদ্ধি হবে ৩ হাজার টাকা। বছর শেষ হওয়ার আগেই মিলল সুখবর। বেতন বাড়বে চুক্তি ভিত্তিক কর্মীদের।

415

ডিরেক্টরেট অফ ইএসআই স্কিমের আওতায় যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা আগে প্রতি মাসে ১২ হাজার টাকা পেতেন। তবে, বর্তমানে ৩ হাজার টাকা বেড়ে গেল।

515

নভেম্বর মাস থেকে বেড়ে গেল বেতন। বছর শুরুর আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিত ভাবেই বেশ খুশি চুক্তি ভিত্তিক কর্মীরা।

615

এবার ২৯৯ কোটি টাকা বরাদ্দ করেছিল নবান্ন। ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয়।

715

সেই মতো গ্রুপ সি ও গ্রুপ ডি -তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এবার তাদের বাড়বে বেতন।

815

চলতি বছরে ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বেতন বৃদ্ধির জন্য। বর্ধিত বেতন দিতে এই টাকা লাগবে বলে জানা গিয়েছে।

915

বছরের শেষে ভালো খবর দিল মমতা সরকার। বেতন বৃদ্ধির খবরে খুশির হাওয়া সর্বত্র।

1015

এদিকে কত শতাংশ ডি-এ বাড়বে রাজ্য সরকারী কর্মীদের তা নিয়ে চলছে জল্পনা। এখনও মেলেনি নিশ্চিত খবর।

1115

অন্যদিকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। লক্ষ্মী পুজোর আগে বেড়ছে বেতন।

1215

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন।

1315

রাজ্য সরকারি কর্মীরা কত বেতন বাড়বে তা নিয়ে চলছে জল্পনা।

1415

এখনও মেলেনি নিশ্চিত কোনও খবর। তবে, মমতা সরকার ডিএ বৃদ্ধির পথে হাঁটবেন বলেই আশা করছেন সকলে।

1515

এখন দেখার সত্যিই কত শতাংশ ডিএ বৃদ্ধি পায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos