Dilip Ghosh on Kashmir: 'কাশ্মীরের বর্তমান নির্বাচিত সরকারই টেরোরিজম বাড়িয়েছে', জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Published : Apr 23, 2025, 11:37 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Dilip Ghosh On Kashmir Attack: মঙ্গলবার দুপুরের পর থেকে সংবাদ শিরোনামে শুধুই কাশ্মীর। সময় যত গড়াচ্ছে ততই প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর ভূস্বর্গের একের পর এক নৃশংসতার ছবি। ঘুরতে গিয়ে এভাবে সেখানে জঙ্গি হামলার শিকার হতে হবে সেকথা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি…  

Dilip Ghosh On Kashmir Attack: মঙ্গলবার দুপুরের পর থেকে সংবাদ শিরোনামে শুধুই কাশ্মীর। সময় যত গড়াচ্ছে ততই প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর ভূস্বর্গের একের পর এক নৃশংসতার ছবি। ঘুরতে গিয়ে এভাবে সেখানে জঙ্গি হামলার শিকার হতে হবে সেকথা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি পর্যটকরা। চোখের সামনে গুলিতে ঝাঁজরা হতে হল প্রিয়জনদের। করা গেল না কিছুই। দিশাহারা পর্যটকরা। মর্মান্তিক এই ঘটনায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh On Kashmir Attack)। ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

এদিন দিলীপ ঘোষ বলেন, ''কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলা খুবই দুর্ভাগ্যজনক। তিন চার বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। বছরে এক-দেড় কোটি করে টুরিস্ট ওখানে আসতো। ওখানকার মানুষ খুব খুশি ছিলেন। আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল। আমি নিজেও গিয়েছি। কাশ্মীর গিয়েছি অমরনাথ গিয়েছি। কোনও সমস্যা ছিল না। যারা চায় না শান্তি আসুক তারাই এটা করেছে। যে সরকার তৈরি হয়েছে তারাই বলছে কেন নির্বাচন হচ্ছে না। এবছর নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো তারাই তো টেরোরিজম বাড়িয়েছে।''

BJP নেতা আরও বলেন,''আমার মনে হয় এদেরই হাত আছে এটার পিছনে। রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদি সরকার দেখিয়ে দিয়েছে আমরা কন্ট্রোল করতে পারি। পশ্চিমবঙ্গে যেভাবে টেরোরিস্টদের দিয়ে দাঙ্গা করানো হচ্ছে। মাফিয়াদের দিয়ে ওখানেও সেটাই হচ্ছে। গৃহমন্ত্রী বিষয়টা দেখছেন। নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন শিকড় বাকর উপড়ে ফেলবেন।''

প্রসঙ্গত, ধারা ৩৭০ বাতিলের পর থেকে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় এক নৃশংস হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ নিহতদের নাম প্রকাশ করেছে, যাদের মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটক, একজন নেপালি নাগরিক এবং পহেলগামের একজন স্থানীয় বাসিন্দা। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তড়িঘড়ি সৌদি আরব সফর কাঁটছাট করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে পর্যটকদের উপর এই হামলার ঘটনা ঘটল তা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা