
Dilip Ghosh News: জীবনের ৬০টি বসন্ত একা কাটিয়ে ৬১-তে এসে সদ্য বিয়ে করেছেন তিনি। তারপর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে সাড়া দিয়ে সদ্য দীঘায় তৈরি জগন্নাথ মন্দির দর্শন করে কলকাতায় ফিরেছেন তিনি। কথা হচ্ছে বঙ্গ রাজনীতির দাপুটে নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে। রাজ্যের সর্বোচ্চ নেত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘা যাওয়ার পর থেকেই রীতিমত সংবাদ শিরোনামে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP Bengal News)।
রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক দীঘা যাওয়ার পর থেকেই ঘরে বাইরে সমলোচিত হতে হচ্ছে তাঁকে। তুঙ্গে দিলীপ ঘোষের 'ফুল' বদলের চর্চাও। প্রাক্তন সাংসদকে 'ভোগী' বলে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এই প্রসঙ্গে ফের সাংসদ সৌমিত্র খাঁকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh News)।
সৌমিত্র খাঁর মন্তব্যের জবাবে পাল্টা কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Soumitra Controversy):-
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ''ওকে অনেকে এইসব কথা বলাচ্ছে। তার বউ বলেছে ওর কোনও বুদ্ধি নেই। আমি বলিনি। তার জীবন দেখুন। সে কটা পার্টি করেছে? গোটা রাত কারুর সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতাকে আমরা বাড়িতে পুষে রেখেছি। কাল যদি পোষা বন্ধ করি সব ঐদিকে লাইন লাগাবে। তারা বিজেপির পোষ্য। দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। রোজ যে বিছানা পাল্টায় সে যেন দিলীপ ঘোষকে জ্ঞান না দিতে আসে। দিলীপ ঘোষ খালি হাতে রাজনীতিতে এসেছে। খালি হাতে চলে যাবে। মাথা উঁচু করে রাজনীতি করে চলে যাবে। সৌমিত্র খাঁ এঁটোকাঠা খেয়ে জীবন কাটিয়েছে। সেও নেতা? তার কথার কি গুরুত্ব? সে পরশু শুভেন্দু অধিকারীকে গালাগাল দিয়েছে। কাল সুকান্ত মজুমদারকে গালাগাল দিয়েছে। ওর বাপ কে? ওকে জিজ্ঞাসা করুন।''
এখানেই শেষ নয়, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সম্প্রতি বলেন, ''দিলীপ ঘোষের এখন বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ''। এই বিষয়েও সজল ঘোষকেও একহাত নেন তিনি। বলেন, ''কেন সজল আমার ঘনিষ্ঠ নয়? আমার সঙ্গে কুণাল ঘোষ ফটো তোলে। সজল ঘোষ ফটো তোলে। আমি সবাইকে ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি সময় সময় আমার সঙ্গে দূরত্ব বাড়ায় সেটা তার ব্যাপার। আমার কাউকে নিয়ে কোনও অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সেটা নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই। যারা কাল পর্যন্ত চোর ডাকাতের সঙ্গে ছিল তারা আজ সতী হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে তাকে শেষ দিন পর্যন্ত বন্ধু মনে করে। কাল যারা তৃণমূলে শত্রু ছিল তারা বন্ধু হয়েছে। আমি তাদের বন্ধু বলেই মনে করি।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।