ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

Published : Sep 05, 2025, 04:26 PM IST
BJP leader Agnimitra Paul. (Photo/ANI)

সংক্ষিপ্ত

Agnimitra Paul News: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এখন কেমন আছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Agnimitra Paul News: ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুপুরে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিজেপি বিধায়ক। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, অগ্নিমিত্রা পালের শারীরিক পরিস্থিতি এখন কেমন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বিজেপি বিধায়কের ব্রেন স্ট্রোকের পর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। ফলে তার স্বাস্থ্যের উপর নজর রেখেছেন চিকিৎসকরা। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানেই আছেন বিজেপি বিধায়ক।

হাসপাতাল সূত্রে খবর, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেও এখনও পর্যন্ত তার কোনও অঙ্গ বিকল হওয়া বা গুরুতর শারীরিক সমস্যার মতোন কিছু চোখে পড়েনি। আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, শরীরের একদিক পড়ে যাওয়ার মতোন কোনও লক্ষ্মণ এখনও পর্যন্ত মেলেনি। এছাড়াও তিনি কথা বলতে পারছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বনাম বিজেপি বিধায়কদের দ্বন্ধে তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই ওয়েলে নেমে বিক্ষোভ-হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পরিস্থিতি এমন তৈরি হয় যে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। কিছুক্ষণের মধ্যেই বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং আরও পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয় অধিবেশন থেকে। মার্শাল ডেকে তাঁদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ। সেই সময় দু-পক্ষের হাতাহাতিতে তৈরি ধুন্ধুমার পরিস্থিতি।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন বিজেপির মুখ্যসচেতক শঙ্কর ঘোষ। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। রাতেই তাঁকে হাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আর এরই মধ্যে খবর এলো যে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার আনন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার ভোররাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের নিউরো বিভাগের দুই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে