‘৭৫ শতাংশ কোথায় গেছে সেটা বলে দিতে পারেন অনুব্রত মণ্ডল। নাম বলে দিতে পারেন অনুব্রত, তাই চার্জশিট পেশের পরেও অনুব্রতকে সরাতে ভয় পাচ্ছেন মমতা। অনুব্রত মণ্ডলের মাথায় অন্য কারও হাতও আছে।’
'৭৫ শতাংশ কোথায় গেছে সেটা বলে দিতে পারেন অনুব্রত মণ্ডল। নাম বলে দিতে পারেন অনুব্রত, তাই চার্জশিট পেশের পরেও অনুব্রতকে সরাতে ভয় পাচ্ছেন মমতা। অনুব্রত মণ্ডলের মাথায় অন্য কারও হাতও আছে। আপনারা ১২ কোটি, ১৪ কোটি যেটাই দেখতে পাচ্ছেন সেটা তো ২৫ শতাংশ। ৭৫ শতাংশ গেল কোথায়? হিমশৈলের জলের নীচের অংশটা কার কাছে আছে?' বিস্ফোরক সুকান্ত মজুমদার।