‘ইউক্রেনেও এত বিস্ফোরণ হয়নি, যত বাংলায় হল। এনআইএ-কে আটকানোর জন্যই মামলা সাজাচ্ছেন। মুখ্যমন্ত্রী সব দপ্তর নিয়ে বসে আছেন, পুলিশ দপ্তর নিজে রেখে আর সব ছেড়ে দিন। এই মুখ্যমন্ত্রী সব জায়গায় ফেল করছেন।’
'ইউক্রেনেও এত বিস্ফোরণ হয়নি, যত বাংলায় হল। এনআইএ-কে আটকানোর জন্যই মামলা সাজাচ্ছেন। মুখ্যমন্ত্রী সব দপ্তর নিয়ে বসে আছেন, পুলিশ দপ্তর নিজে রেখে আর সব ছেড়ে দিন। এই মুখ্যমন্ত্রী সব জায়গায় ফেল করছেন। তাই এই মুখ্যমন্ত্রীর অপসারণ দাবী করছি।' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।