Kalighater Kaku: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি 'কাকু'র, স্ত্রীর বার্ষিক কাজেও একগুচ্ছ শর্ত আদালতের

Published : Jun 20, 2025, 05:07 PM IST
kalighater kaku   sujay krishna bhadra

সংক্ষিপ্ত

Kalighater Kaku: স্ত্রীর মৃত্যু বার্ষিকীর কাজ করতে চেয়ে আদালতে শর্তসাপেক্ষ অনুমতি মিলল কালীঘাটের কাকুর। কী কী শর্ত চাপাল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের সাময়িক স্বস্তিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জানা গিয়েছে, কালীঘাটের কাকুর আবেদন মেনে শর্ত সাপেক্ষ জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই বিষয়ে আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রের আগামী ৩১ জুলাই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন। সেই সঙ্গে ৩৫ জন পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠের উপস্থিতিতে স্ত্রীর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান করতে পারনে বলে জানিয়েছে আদালত। 

সূত্রের খবর, ২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-এর হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। পরে তাঁকে সিবিআই-ও গ্রেফতার করে। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আদালতের নির্দেশে বর্তমানে তিনি বেহালায় নিজের বাড়িতে গৃহবন্দী তথা হাউজ অ্যারেস্ট হয়ে রয়েছেন। ২৪ ঘন্টা তাঁর বাড়িতে নজরদারিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জামিনের শর্ততেই বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না সুজয়কৃষ্ণ। বাইরের কারও সঙ্গে তিনি দেখাও করতে পারবেন না।

এই আবহে নতুন আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয় কৃষ্ণ ভদ্র। গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই সুজয়কৃষ্ণের স্ত্রী প্রয়াত হন। সামনেই তাঁর স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে বাড়ির বাইরে অন্যত্র অনুষ্ঠান করে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে চান কালীঘাটের কাকু। গত মঙ্গলবার এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দারস্থ হয়েছিলেন তিনি।

গত  মঙ্গলবার শুনানিতে সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর আবেদনে বলেন, ‘’আমি হাউজ অ্যারেস্ট তথা গৃহবন্দী হয়ে রয়েছি। আমি আমার স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করতে চাই। কিন্তু বাড়িতে ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই অনুষ্ঠান তো বছরে একবার আসে। তাই আমি এই অনুষ্ঠান বারির বাইরে অন্যত্র করতে চাই।'' সুজয়কৃষ্ণর এই আবেদন শুনে বিচারপতি তাকে প্রশ্ন করেন যে, ‘’বাড়ির বাইরে কেন? বাড়িতে লোকজনকে ডেকে অনুষ্ঠান করতে সমস্যা কোথায়?'' 

অন্যদিকে বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণের এই আবেদনের ভিত্তিতে সিবিআই-এর কাছে তাদের অবস্থান জানতে চান। সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাড়ির বাইরে অনুষ্ঠান করে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবেন কিনা সে বিষয়ে সিবিআই-কে শুক্রবারের মধ্যে বক্তব্য আদালতে জানাতে বলেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

সেই নির্দেশ মতো এদিন আদালতে নিজেদের অবস্থান জানায় কেনদ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের এই আবেদনের বিরোধিতা করে সিবিআই। আদালতে এই বিষয়ে CBI জানায়, সুজয় কৃষ্ণ ভদ্রের স্ত্রীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কারা কারা আসবেন তা না জানলে সমস্যা তৈরি হতে পারে। আমন্ত্রিতদের মধ্যে যদি কেউ এই দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত থাকতেন তাহলে তা তাদের পক্ষে বোঝা সম্ভব হবে না। সিবিআইয়ের এই প্রশ্নের জবাবে অবশ্য সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান, আত্মীয়ের বাইরে, কোনও বাইরের ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়াও যাঁরা অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন বা আসবেন তাঁদের পরিচয় সহ নামের তালিকা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে।

যারফলে সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী ২৬ জুন তাঁর বাড়িতেই সর্বাধিক ৩৫ জন ব্যক্তিকে নিয়ে স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি, সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন। এছাড়াও মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর