Mothabari Case: মালদহের মোথাবাড়ির ঘটনায় SP এবং DM এর রিপোর্ট জমা করলেন রাজ্যের আইনজীবী। বিচারপতি সৌমেন সেনের নির্দেশ আগামী সপ্তাহের সোমবারের মধ্যে হলফনামা আকারে রাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রকেও হলফনামা জমা দিতে হবে।
Mothabari Case: মালদহের মোথাবাড়ির ঘটনায় SP এবং DM এর রিপোর্ট জমা করলেন রাজ্যের আইনজীবী। বিচারপতি সৌমেন সেনের নির্দেশ আগামী সপ্তাহের সোমবারের মধ্যে হলফনামা আকারে রাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রকেও হলফনামা জমা দিতে হবে।
জানা গিয়েছে, মালদহের মোথাবাড়ি ঘটনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। মোথাবাড়ি কাণ্ডে চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারে। বেলডাঙ্গা ঘটনায় আদালতে জানাল কেন্দ্রের আইনজীবী। কেন্দ্রের আইনজীবী বলেন, ''রাজ্য সরকার যে বলছে আমাদের ভূমিকা নেই এটা ঠিক না। এটা খুব সিরিয়াস ইস্যু।'' এদিন দু পক্ষএর বক্তব্য শোনার পর কেন্দ্র ও রাজ্যকে মোথাবাড়ির ঘটনায় রিপোর্ট জমা দিতে বলে আদালত।
এদিকে সম্প্রতি ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে মালদহে (Malda News)। সেই ঘটনার জেরে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মোথাবাড়ি। অভিযোগ, একের পর এক একাধিক দোকান, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে (Mothabari Clash)। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। ঘটনার খবরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। সেদিন বিকেলের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা ছিল এলাকায়। বিএসএফ মোতায়েন করা হয় মোথাবাড়ির উত্তেজনাপ্রবণ এলাকায়। এদিকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হয় মামলা।
অন্যদিকে, মোথাবাড়ির ঘটনাকে হাতিয়ার করে আন্দোলনে শান দেওয়ার উদ্যোগ নেয় বিজেপি। সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পিকচারের বদলে, ''তোমার বাড়ি, আমার বাড়ি মোথাবাড়ি''। এই লেখা সম্বলিত প্রোফাইল পিকচার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)।
মালদহের মোথাবাড়ি নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। রাজ্য পুলিশ প্রশাসনের তরফে পরিস্থিতি একদম শান্ত, স্বাভাবিক আছে বলে দাবি করলেও মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের সভা থেকেই মোথাবাড়ি নিয়ে হিন্দুদের এক হওয়ার বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে শুভেন্দু আরও বলেন, ''আগে ৮৫ শতাংশ ছিলাম, এখন ৬৭ শতাংশ হয়ে গিয়েছি আমরা। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবার উঠুন, জাগুন।'' অন্যদিকে, বিজে পির আশঙ্কায় সত্যি হল। রবিবার দুপুরে মোথাবাড়ি যাওয়ার ১০ কিলোমিটার আগেই সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, মাঝ রাস্তাতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাধে পুলিশের। মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন সুকান্ত মজুমদারও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।