‘আমার মনে হচ্ছে, জ্বর আসছে, গা গুলাচ্ছে। প্রায় ২০০ কিমি বেগে গাড়িটা আসছিল। গাড়িটা আমাকে প্রায় ড্যাশই করে দিত। মানে, পুরো মরেই যেতাম ওখানে আমি।’
'আমার মনে হচ্ছে, জ্বর আসছে, গা গুলাচ্ছে। প্রায় ২০০ কিমি বেগে গাড়িটা আসছিল। গাড়িটা আমাকে প্রায় ড্যাশই করে দিত। মানে, পুরো মরেই যেতাম ওখানে আমি।' ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।