ভার্চুয়ালে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মণ্ডপে মদন মিত্রকে দেখে মমতার একগাল হাসি। মদন মিত্রকে দেখেই মুখ্যমন্ত্রী বলে উঠলেন 'ও লাভলী'। 'আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে'।
ভার্চুয়ালে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মণ্ডপে মদন মিত্রকে দেখে মমতার একগাল হাসি। মদন মিত্রকে দেখেই মুখ্যমন্ত্রী বলে উঠলেন 'ও লাভলী'। 'আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে। আর জামাটাও খুব সুন্দর তো। আবার বলো লাভলী। পুজোর কয়েকটা দিন কিন্তু কালারফুল জামা পড়ে থাকবে।' মুখ্যমন্ত্রীর এই কথায় একগাল হাসি মদন মিত্রের।