‘ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা, সব জানি। আমি দিনে একটা করে সোয়েটার বুনতাম। আমার একটা এক হাজার কবিতার বই আছে। বাচ্চাদের কবিতা এপাং ওপাং ঝপাং হবেনা তো কি হবে। যারা আমাকে গালি দেয় তাদের আমি ক্ষমা করি।’
'ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা, সব জানি। আমি দিনে একটা করে সোয়েটার বুনতাম। আমার একটা এক হাজার কবিতার বই আছে। বাচ্চাদের কবিতা এপাং ওপাং ঝপাং হবেনা তো কি হবে। যারা আমাকে গালি দেয় তাদের আমি ক্ষমা করি। আমি মরে গেলে যারা আমায় গালি দেয় তারাই মালা নিয়ে আসবে। এদের একটা কেও ঢুকতে দেবেন না আমি সবাইকে বলছি।' ভবানীপুরে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়