দুর্নীতি নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ওদের প্ল্যান এখন মহুয়া মৈত্রকে তাড়িয়ে দেওয়া। এর ফলে মহুয়া আরও বেশি পপুলার হয়ে যাবে। আমাদের লোকেরা সবাই চোর। কেষ্ট-বালু-পার্থ-মানিক জেলে, ভেবেছে দুর্বল হয়ে যাব।’
দুর্নীতি নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'ওদের প্ল্যান এখন মহুয়া মৈত্রকে তাড়িয়ে দেওয়া। এর ফলে মহুয়া আরও বেশি পপুলার হয়ে যাবে। আমাদের লোকেরা সবাই চোর। কেষ্ট-বালু-পার্থ-মানিক জেলে, ভেবেছে দুর্বল হয়ে যাব। আমার দলের ৪ জন এমএলএ-কে জেলে ভরেছে, আমিও ওদের দলের ৮ জন এমএলএ-কে জেলে ভরবো।' দলীয় সমাবেশে হুঙ্কার মমতার