বড় আপডেট মহার্ঘ ভাতা নিয়ে, ছুটির তালিকার সঙ্গে প্রকাশ্যে DA বৃদ্ধির খবর, এক ধাক্কায় কত শতাংশ বাড়বে ভাতা?
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ছুটির তালিকা প্রকাশ পেলেও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা নেই, যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কর্মচারীরা ডিএ বৃদ্ধির আশায় থাকলেও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ইঙ্গিত মিলেনি।
বহুদিন ধরে খবরে রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের কত শতাংশ ডিএ দেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা। এবার এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
DA নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ানো হবে। সঙ্গে কমতে পারে ডিএ। ডিএ বিতর্ক বন্ধ করতে এই নয়া উদ্যোগ নিচ্ছে সরকার।
সদ্য প্রকাশ্যে এসেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা। আসন্ন নতুন বছর অধিক ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন।
প্রায় বেশিরভাগ ছুটিই রয়েছে লম্বা। অধিক ছুটিতেই রয়েছে ৩ দিন ছুটি কাটানো সুযোগ। আর এই নিয়েই সরকারি কর্মচারীদের একাংশের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এই আবহে গুরুত্বপূর্ণ তথ্য এল মহার্ঘ ভাতা নিয়ে। ছুটির তালিকা প্রকাশ হলেও ডিএ-র কোনও খবর নেই। তাহলে কি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে? হলে কত হবে- এই প্রশ্ন সকলের মনে।
২০২৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটিতে লম্বা উইকেন্ডের গল্প। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মী পুজো মিলিয়ে এক সপ্তাহ ছুটি। কালীপুজো, ভাইফোঁটাতেও আছে দীর্ঘ ছুটি।
আর এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজ্য মহার্ঘ ভাতা প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে প্রথমদিকেই রয়েছে।
এ প্রসঙ্গে রাজ্যের মাননীয়া জানান, এই যুক্তি বড় বিচিত্র। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কম হলেও ছুটি অধিক। তাই ভ্যালু অ্যাড করতে হবে কর্মচারীদের।
অন্যদিকে, আগামী বছর ডিএ বৃদ্ধির সম্ভাবনা আছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। তাহলে কি রাজ্য সরকারী কর্মীরা পাবেন না ভাতা? ছুটি ঘোষণা করে কি ডিএ বন্ধের চক্রান্ত চলছে?
এদিকে, ২০২৩ সালের শেষের দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেই মতো ২০২৪ সালে ৪ শতাংশ ডিএ বাড়ে।
চলতি বছরে ফের ডিএ ঘোষণা হত পারে আশা করছেন সকলে। কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন ও ভাতা পান।
ষষ্ঠ বেতন কমিশনের অন্তঃগর্ত ১৪ শতাংশ হারে ডিএ পায়। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পায়।
অধিকাংশই আশায় আছেন এই ফারাক এবার কমবে। কিন্তু, এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মিলছে না।
এদিকে, সদ্য নতুন বছরের ছুটির তালিকা এল প্রকাশ্যে। ছুটি দেখে অধিকাংশ চিন্তায় পড়েছেন। ছুটি বাড়িকে কি ডিএ কমানোর ছক করা হচ্ছে?
এদিকে, রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে ২০২২ সালের একটি মামলার শুনানি হবে আগামী বছর। তাতে জয় হলে ফের বাড়বে বেতন।