বাংলার সরকারি কর্মীদের কাউকেই দিতে হবে না কোনও ট্যাক্স! কেন্দ্রীয় বাজেটের পরেই বড় ঘোষণা

Published : Feb 02, 2025, 06:14 PM IST

কেন্দ্রীয় বাজেটে বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হবে না। এই আবহেই বাংলার সরকারি কর্মীদের জন্য এল বড় ঘোষণা

PREV
112

আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে।

212

এদিকে, কেন্দ্রীয় বাজেটে আবার বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

312

দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হবে না।

412

এছাড়া বেতন ভোগীদের ১২.৭৫ লাখ টাকা বার্ষিক আয় হলে দিতে হবে না টাকা।

512

এদিকে, যত সময় গেছে ততই বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক দিন দিন বেড়েই চলেছে।

612

একদিকে যখন কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীদের ঝুলিতে রয়েছে মাত্র ১৪ শতাংশ ভাতা।

712

এরই মাঝে এবার বলা হচ্ছে, বাংলার কিছু সরকারি কর্মচারীদের আয়কর দিতেই হবে না।

812

আসলে কেন্দ্রীয় বাজেটে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্য সরকারকে কটাক্ষ করেন সরকারি কর্মীরা।

912

বিশেষ করে যখন কেন্দ্র ঘোষণা করে যে ১২ লক্ষ টাকার বার্ষিক আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না সে ব্যাপারে কটাক্ষ ধেয়ে আসে।

1012

এই ঘোষণার পরেই মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে তীব্র নিশানা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাঁদের মতে, কিছু সরকারি কর্মী এতটাই কম বেতন পান যে তাদের ট্যাক্স দিতেই হবে না।

1112

তাদের দাবি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বদান্যতায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এতটাই কম যে তাঁদের অধিকাংশকে কোন ট্যাক্স দিতে হবে না।

1212

কেন্দ্রের থেকে ৩৯-৪৩% মহার্ঘ ভাতা কম। তার উপর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হবে এক বছর পরে। আর রাজ্য সরকার সেই অর্থ দিয়ে ভোট রাজনীতি করছে।’

click me!

Recommended Stories