বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লুঠ, গ্রেফতার ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার

Published : Jan 30, 2025, 10:38 AM IST
Five-people-were-arrested-today-by-Bahraich-Police-in-the-case-of-shooting-dead-a-youth-in-Maharajganj

সংক্ষিপ্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেট ব্যাঙ্কের শাখায় এক বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার গ্রেফতার। বৃদ্ধার সই নকল করে টাকা তোলার অভিযোগ উঠেছে ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে।

‘যে রক্ষক, সেই ভক্ষক’- সত্য প্রমাণ হল এই কথা। যাদবপুরে স্টেট ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সদ্য গ্রেফতার হলেন। অভিযোগ, স্টেট ব্যাঙ্কের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখায় এক বৃদ্ধার সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্কের কর্মচারীরারই এই চক্রান্তে যুক্ত বলে দাবি ওঠে। পুলিশ ঘটনার তদন্তে নামেন। শেষে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সুমন কুমার সিংহকে। চক্রান্তের সঙ্গে তার সরাসরি যোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

গত ২৩ জানুয়ারি সন্তরণী ঘোষ নামের ৮২ বছরের এক মহিলা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ ওঠে তাঁর সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কের কয়েকজন কর্মচারী এবং অন্যেরা মিলে বৃদ্ধার সই নকল করেছে বলে তিনি অভিযোগ করেন। সেই নকল করা সই দিয়েই টাকা তোলা হয়েছে।

সন্তরণী ঘোষর তদন্তের শুরুতে এসবিআই-র যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখায় নোটিস দেয় পুলিশ। ওই বৃদ্ধার অ্যাকাউন্ট সংক্রান্ত সকল নথি এবং তথ্য ব্যাঙ্ক থেকে সংগ্রহ করা হয়। সেগুলো খতিয়ে দেখে পুলিশ। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করে ব্যাঙ্ক ম্যানেজার এই ঘটনায় যুক্ত। মঙ্গলবার রাত ৩টে ১০ মিনিটে ব্যাঙ্কের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ব্যাঙ্কের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোন্নগরের বাসিন্দা। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন তিনি। অভিযুক্ততে ইতিমধ্যে আদালতে হাজির করানো হয়েছে। আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

আপাতত চলছে এই ঘটনার তদন্ত। ব্যাঙ্কের ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজারের এই কাজ নজর কাড়ল সকলের। যেখানে টাকা রেখে সকলে নিশ্চিন্ত হন সেখানেই হল এমন ঘটনা। যাতে চমক পেয়েছেন সকলে। ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সুমন কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। অসহায় বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা লোপাট করেছে সে।  

 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: ট্রাম্পকে তাড়াহুড়ো করতে হবে - গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দেবে, হুঁশিয়ারি পুতিনের
Book fair: এবছর কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, ঘোষণা গিল্ডের