আমিত শাহকে কটাক্ষ তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়নের। অমিত শাহ হতাশ করেছেন বাংলার মানুষকে। বলেননি চাকরির কী কী সুবিধে করেছে তাঁর সরকার।
আমিত শাহকে কটাক্ষ তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়নের। অমিত শাহ হতাশ করেছেন বাংলার মানুষকে। মোদীর মন্ত্রিসভার ২ নম্বর ব্যক্তি বাংলায় গিয়ে মনরেগা বা ১০০ দিনের কাজ নিয়ে কোনও কথা বলেননি। বলেননি চাকরির কী কী সুবিধে করেছে তাঁর সরকার।