DA না বাড়ালেও বাংলার সরকারি কর্মীদের দারুণ খবর দিল নবান্ন! একধাক্কায় দ্বিগুন হল এই ভাতা

Published : Jan 09, 2025, 10:27 AM IST

সরকারি কর্মীদের জন্য খুলেছে উপহারের ঝুলি। সামনের মাস থেকেই মোটা টাকা হাতে আসতে পারে বাংলার সরকারি কর্মীদের! ডিএ না বাড়ানো হলেও দ্বিগুণ বাড়ানো হল এই ভাতা। ফেব্রুয়ারিতেই ঢুকতে চলেছে মোটা মাইনে?

PREV
110

রাজ্য সরকারি কর্মীদের ৪% বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য সরকারের অর্থ দফতর।

210

লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য।

310

আর এবার আরও ধামাকা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

410

ডিএ বৃদ্ধি নিয়ে কোনও আপডেট নেই এখনও পর্যন্ত।

510

তবে মহার্ঘ্য ভাতা নিয়ে টানা পোড়েনের মাঝেই নয়া ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।

610

 ডিএ না বাড়ানো হলেও এই ভাতা দ্বিগুণ করে দেওয়া হল।

710

তাহলে কি ফেব্রুয়ারিতেই মোটা টাকা ঢুকবে বেতনের সঙ্গে!

810

স্বাভাবিকভাবেই বেতন বেশি পাওয়ার খবর রীতিমত খুশিতে ডগমগ করেছে রাজ্য সরকারি কর্মচারীদের।

910

এবার আরও এক ভাতা দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য।

1010

নবান্নের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এ বার থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এত দিন এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানো হল।

Read more Photos on
click me!

Recommended Stories