প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে তথ্যচিত্র প্রদর্শন, মোকামা স্টেশনের নাম বদলের দাবি

প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে তথ্যচিত্র প্রদর্শন, মোকামা স্টেশনের নাম বদলের দাবি

Published : May 03, 2024, 12:37 PM IST

বৃহস্পতিবার প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে প্রদর্শিত হল এই বিপ্লবীর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র। কলকাতায় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবর্ষ হলে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন বিপ্লবী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে প্রদর্শিত হল এই বিপ্লবীর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র। কলকাতায় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবর্ষ হলে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন বিপ্লবী পরিবারের সদস্যরা। প্রফুল্ল চাকীর উত্তরসূরীদের পাশাপাশি আরও কয়েকজন বিপ্লবীর পরিবারের সদস্যরা ছিলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল সংস্কৃতি মন্ত্রক ও সংস্কার ভারতী। প্রফুল্ল চাকী আত্মহত্যা করেছিলেন না তাঁর উপর অত্যাচার চালানোর পর গুলি করে হত্যা করা হয়েছিল, তথ্যচিত্রে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তথ্য-প্রমাণ হত্যারই ইঙ্গিত দিচ্ছে। পয়লা বৈশাখ প্রফুল্ল চাকীর জীবন নিয়ে একটি বই প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এবার তথ্যচিত্র প্রকাশিত হল। এই বিপ্লবীর পরিবারের দাবি, মোকামা স্টেশনের নাম বদলে প্রফুল্ল চাকীর নামে করা হোক এবং তাঁর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাক।

08:21পশ্চিমবঙ্গে কোনো ভোট নিরামিষ হয় না, বড় দাবি করে আর কী বললেন শমীক ভট্টাচার্য? দেখুন
08:34'মনোজ বর্মা, রাজীব কুমার এবার ব্যাগটা গোছান' বার্তা শুভেন্দু অধিকারীর
07:09স্বামীজির আদর্শ বনাম রাজ্যের পরিস্থিতি, সিমলা স্ট্রিটে দাঁড়িয়ে কী বললেন শমীক ভট্টাচার্য?
08:09'পশ্চিমবঙ্গের মাটিতে আজ ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে' সিমলা স্ট্রিটে মন্তব্য সুকান্ত মজুমদারের
12:23'স্বামীজি হলেন আসল যুবরাজ অন্য কেউ নয়' সিমলা স্ট্রিট থেকে বার্তা শুভেন্দুর
03:17Suvendu Adhikari: মমতার আইনত শাস্তির দাবিতে যাদবপুরে শুভেন্দু অধিকারীর গর্জন
10:18ED Raid : ইডি’র তল্লাশিতে বাধা, হল মামলা! কতটা বিপদে মমতা? কী বললেন কুণাল ঘোষ?
17:11Samik Bhattacharya : ছুটে গিয়ে ED-র কাজে হস্তক্ষেপ, মমতাকে ধুয়ে দিলেন শমিক!
17:06ED, IPAC-এর অফিসে ঢুকে কী করেছে? তল্লাশি নিয়ে এ কী বললেন মমতা! দেখুন
08:32মমতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে ED? চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু! দেখুন