বৃহস্পতিবার প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে প্রদর্শিত হল এই বিপ্লবীর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র। কলকাতায় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবর্ষ হলে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন বিপ্লবী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার প্রফুল্ল চাকীর প্রয়াণ দিবসে প্রদর্শিত হল এই বিপ্লবীর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র। কলকাতায় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবর্ষ হলে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন বিপ্লবী পরিবারের সদস্যরা। প্রফুল্ল চাকীর উত্তরসূরীদের পাশাপাশি আরও কয়েকজন বিপ্লবীর পরিবারের সদস্যরা ছিলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল সংস্কৃতি মন্ত্রক ও সংস্কার ভারতী। প্রফুল্ল চাকী আত্মহত্যা করেছিলেন না তাঁর উপর অত্যাচার চালানোর পর গুলি করে হত্যা করা হয়েছিল, তথ্যচিত্রে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তথ্য-প্রমাণ হত্যারই ইঙ্গিত দিচ্ছে। পয়লা বৈশাখ প্রফুল্ল চাকীর জীবন নিয়ে একটি বই প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এবার তথ্যচিত্র প্রকাশিত হল। এই বিপ্লবীর পরিবারের দাবি, মোকামা স্টেশনের নাম বদলে প্রফুল্ল চাকীর নামে করা হোক এবং তাঁর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাক।