ছুটির দিন্ধে বন্ধ শহরের লাইফ লাইন! কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা? জানুন এক ক্লিকে

Published : Aug 31, 2025, 11:57 AM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

Kolkata Metro News: রবিবার সকাল থেকেই বন্ধ ব্লু লাইনে মেট্রো পরিষেবা। ছুটির দিনে কখন থেকে শুরু হবে মেট্রো? বিশদে  জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Kolkata Metro News: কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত ব্লু লাইন মেট্রোর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল করবে না। শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক উল্টোদিক ঘোরানোর (রিভার্সাল ফ্যাসিলিটি) কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার সকাল ৭টা থেকেই চালু রয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা পুনরায় শুরু হবে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

মেট্রোতে বাড়তি পরিষেবা রবিবার:- 

এদিকে মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) পরীক্ষা ২০২৩-এর পরীক্ষার্থীদের সুবিধার্থে  রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি মেট্রো চালানো হবে বলে আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

🔵 ব্লু লাইন

রবিবার ব্লু লাইনে মোট ১৩৮টি পরিষেবা (৬৯ আপ ও ৬৯ ডাউন) চলবে, যেখানে সাধারণত ১৩০টি মেট্রো চালানো হয়।

সকাল ৭টা থেকে মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বরের মধ্যে ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে।

সকাল ৯টার পর থেকে মহানায়ক উত্তমকুমার–দক্ষিণেশ্বরে রুটে প্রতি ১৫ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।

প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বরে উভয় দিক থেকেই (সাধারণত যা সকাল ৯টা থেকে শুরু হয়)।

শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে—

রাত ৯:৩২-এ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।

রাত ৯:৩৩-এ দক্ষিণেশ্বরে থেকে শহিদ ক্ষুদিরাম।

রাত ৯:৪৪-এ শহিদ ক্ষুদিরাম থেকে দমদম।

🟢 গ্রিন লাইন

রবিবার গ্রিন লাইনে মোট ১১২টি পরিষেবা (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে, সাধারণত যেখানে ১০৪টি পরিষেবা থাকে। উভয় দিকেই প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৮:০২-এ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (সাধারণত সকাল ৯টার পরে শুরু হয়)।

শেষ মেট্রোর সময় অপরিবর্তিত—

রাত ৯:৪৫-এ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ 

রাত ৯:৪৭-এ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।

🟡 ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে রবিবার যথারীতি কোনও পরিষেবা থাকবে না।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের