যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা

Published : Sep 20, 2025, 06:54 AM IST

Kolkata Metro: আসন্ন উৎসবের মরশুম। আর এক সপ্তাহও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ার। রাত পোহালেই রবিবার মহালয়া। তার আগেই যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিতে একাধিক পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মহালয়ায় বাড়ছে মেট্রোর সংখ্যা

রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর মহালয়া। খাতায় কলমে ছুটির দিনে মহালয়া পড়লেও পুজোর আর হাতে গোনা এক সপ্তাহও বাকি নেই। তাই পুজোর আগে শেষ রবিবারে একদিকে যেমন থাকবে কেনাকাটা করার ভিড় তেমনই, মহালয়া উপলক্ষে তর্পণ করার জন্য প্রচুর মানুষ যাবেন দক্ষিণেশ্বরে। আর তাই তো যাত্রী চাপের কথা মাথায় রেখে মহালয়ার দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।  

25
কোন লাইনে বাড়তি মেট্রো?

মহালয়ার দিনভর ছুটির আমেজে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের তরফে ব্লু লাইনে বাড়তি মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। ফলে ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলবে বাড়তি মেট্রো পরিষেবা। মাসের শেষ রবিবার তার উপর পুজোর কথা মাথায় রেখে অত্যাধিক ভিড় সামলাতেই এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। 

35
কখন থেকে মিলবে পরিষেবা?

মহালয়া রবিবার পড়লেও সপ্তাহের আর বাকি ছয়দিনের মতোই ২১ সেপ্টেম্বর রবিবার সকাল  ৬.৫০ ও ৬.৫৫ থেকেই মেট্রো পরিষেবা মিলবে। মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বাভাবিক ভাবেই খুশি যাত্রীরা। শুধু তাই নয়, মহালয়া উপলক্ষে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে ১৩০টি।

45
কলকাতা মেট্রো পরিষেবা

এই বিষয়ে কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন। ওইদিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। 

55
আপ ও ডাউনে বাড়তি মেট্রো পরিষেবা

যদিও সপ্তাহের অন্যান্য রবিবার ব্লু লাইনে দিনভর ১৩০ টি মেট্রো চলে। কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই। আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories