দিনের শুরুতেই মেট্রো পরিষেবায় বিঘ্ন, ব্লু লাইনে রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত স্থগিত পরিষেবা

Published : Jan 22, 2026, 08:38 AM ISTUpdated : Jan 22, 2026, 09:45 AM IST
Kolkata metro

সংক্ষিপ্ত

Kolkata Metro Update: দিনের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের জেরে আংশিক স্থগিত মেট্রো পরিষেবা। কোথা থেকে চলছে মেট্রো? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata Metro Update: যান্ত্রিক ত্রুটির কারণে দিনের ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। সাতসকালে মেট্রো বিভ্রাটে গন্তব্যে বেরিয়ে বিপাকে যাত্রীরা। কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক চলছে মেট্রো পরিষেবা। সূত্রের খবর, রবীন্দ্র সদন ও নেতাজি ভবনের মাঝামাঝি অংশে অনির্ধারিত প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাজ চলায় ব্লু লাইনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে আংশিকভাবে চালু রয়েছে। 

কী কারণে বন্ধ মেট্রো পরিষেবা?

কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ময়দান–দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার–শহিদ ক্ষুদিরাম স্টেশন দু’টি অংশে মেট্রো চলাচল করছে। তবে পুরো রুটে মেট্রো পরিষেবা শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে ঘন্টা খানেকের মধ্যে ফের স্বাভাবিক হয়ে যায় মেট্রো পরিষেবা। 

অন্যদিকে, মেট্রোরেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। শুক্রবার নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে। মেট্রোরেল সূত্রে খবর, ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। শুক্রবার, ২৩ জানুয়ারি কলকাতা মেট্রো ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। মেট্রো রেলওয়ে, কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে।

২৩ জানুয়ারি ব্লু লাইনে মোট ২৩৬টি (১১৮ আপ ও ১১৮ ডাউন) পরিষেবা চলবে। এর পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২টি আপ পরিষেবা চালানো হবে। স্বাভাবিক দিনে যেখানে ২৭২টি পরিষেবা থাকে, সেখানে এই দিন পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হয়েছে।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৪ মিনিট (আগে ছিল ৬টা ৫০)

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫০ মিনিট (অপরিবর্তিত)

এবং শেষ মেট্রোর সময় হলো- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ২৮ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩৫)

শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া: রাত ৯টা ৪৩ মিনিট (আগে ছিল ৯টা ৪৪)

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেতাজি জয়ন্তী-সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা, জানুন নতুন সময়সূচি
WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের