রবিবার ছুটির দিনে কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে বাড়তি পরিষেবা, বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

Published : Oct 11, 2025, 07:24 AM IST

Kolkata Metro News: সপ্তাহান্তে বাড়তি মেট্রো চলবে কলকাতার ব্লু লাইন সহ একাধিক রুটে। রবিবার মিলবে এই বাড়তি মেট্রো পরিষেবা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বাড়তি মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রবিবার ছুটির দিনেও কলকাতা মেট্রোর ব্লু লাইন-গ্রিন লাইন সহ একাধিক রুটে চলবে বাড়তি মেট্রো পরিষেবা। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। 

25
কোন কোন রুটে চলবে বাড়তি মেট্রো?

শুক্রবার মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, রবিবার রাজ্য পুলিশের চাকরিতে নিয়োগের পরীক্ষা থাকায় ওই দিন কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইন এই দুই রুটে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

35
কয়টি করে চলবে মেট্রো

জানা গিয়েছে, অন্যান্য রবিবারগুলিতে ব্লু লাইনে ১৩০টি করে মেট্রো চলে। রবিবার ১২ অক্টোবর রাজ্য সরকারি চাকরির পরীক্ষা থাকায়  পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত আরও আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। 

45
কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা

রবিবার সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকেই নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এই পরিষেবা শুধুমাত্র মিলবে ব্লু ও গ্রিন  লাইনে। এবং রাতের  শেষ মেট্রোর সময় সূচিতেও কোনও বদল আনেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। 

55
কত সময় অন্তর মিলবে মেট্রো?

জানা গিয়েছে, গ্রিন লাইনে প্রতি রবিবার ১০৪ টি করে মেট্রো চললেও এই রবিবার অতিরিক্ত আটটি অর্থাৎ ১১২টি করে মেট্রোরেল চালানো হবে। তবে এই রুটে যেহেতু আধঘন্টা  অন্তর অন্তর মেট্রো মেলে ফলে এই রবিবার অর্থাৎ ১২ অক্টোবর তার থেকে কিছুটা কম সময়ের ব্যবধানে মিলবে মেট্রো পরিষেবা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

Read more Photos on
click me!

Recommended Stories