এবছর ৮৭ তম বর্ষে জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এবছর পূজোর থিম 'ফুলকুমারী'। একসময় কলকাতার আর্ট কলেজের পড়ুয়াদের কাছে অতি পরিচিত নাম ফুলকুমারী। ফুলকুমারীর প্রতিকৃতি আঁকতেন আর্ট কলেজের শিল্পীরা।
এবছর ৮৭ তম বর্ষে জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এবছর পূজোর থিম 'ফুলকুমারী'। একসময় কলকাতার আর্ট কলেজের পড়ুয়াদের কাছে অতি পরিচিত নাম ফুলকুমারী। ফুলকুমারীর প্রতিকৃতি আঁকতেন আর্ট কলেজের শিল্পীরা। শিল্পী সমাজে তিনি 'ফুলদি' নামেই পরিচিত। বড় বড় শিল্পীদের মডেল রূপে কাজ করেছেন এই 'ফুলদি'। জগৎ মুখার্জি পার্কের পুজোয় এবার ফুলকুমারীর গল্প।