
Durga Puja : উত্তর কলকাতার অর্জুনপুর আমরা সবাই ক্লাব সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে চলেছে। এই ক্লাবের এবারের থিম 'মুখোমুখি'— দেবীর সঙ্গে সরাসরি দেখা এবং নিজের অন্তরের শক্তির মুখোমুখি হওয়ার ভাবনা।
Durga Puja : দুর্গাপুজো এখন শুধু উৎসব নয়, বরং সমাজ আর চিন্তার প্রতিফলন। উত্তর কলকাতার অর্জুনপুর আমরা সবাই ক্লাব সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে চলেছে। এই ক্লাবের এবারের থিম 'মুখোমুখি'— দেবীর সঙ্গে সরাসরি দেখা এবং নিজের অন্তরের শক্তির মুখোমুখি হওয়ার ভাবনা। শিল্পী শোভিন ভট্টাচার্যের স্টেইনলেস স্টিলের কাইনেটিক কাঠামো আর শম্পা ভট্টাচার্যের মাতৃশক্তির প্রতিমা জানিয়ে দিচ্ছে— জ্ঞানই সমাজ বদলায়, শিক্ষা দেয় শক্তি। প্যান্ডেল এখানে কেবল দর্শনের জন্য নয়, বরং এক জীবন্ত শিল্প মঞ্চ। নিত্য-নতুন ভাবনা অর্জুনপুরের পুজো প্রতি বছরই টানে বঙ্গবাসীকে।