আগামী ১ জানুয়ারি থেকে সময়সূচি বদল হচ্ছে পূর্ব রেলের। ওই দিন থেকেই বেশ কিছু ট্রেন চালু হওয়ার পাশাপাশি কিছু ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময় বদল হবে। জেনে নিন সঠিক সময়। তা না হলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন।
পূর্ব রেলেরেমন এবং কর্ড শাখা ছাড়াও নৈহাটি-সহ বেশ কিছু শাখার তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হয়েছে। পরিকাঠামো উন্নতি হওযার কথা মাথায় রেখে এই পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে খবর, কৃষ্ণনগর-রানাঘাট লোকাল বাড়ছে। হাওড়া-সিঙ্গুর লোকাল ট্রেন বাড়ছে ২টি। দূরপাল্লার ৪২টি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে সময় কমবে। ৬৩টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় ৫মিনিট থেকে ৫৫ মিনিট কমবে। ৮টি মেমু, ডেমু, ইএমইউ ট্রেনের ক্ষেত্রে সফরের সময় ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত হ্রাস পেয়েছে। ৮৬ টি প্যাসেঞ্জার ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জারের সময় বদল হয়েছে।
তেমনই শিয়ালদহ থেকে দার্জিলিং মেল আগে ছাড়ল রাত ১০টা ৫ মিনিটে। তা ছাড়বে ১০টা ১৫ মিনিটে। হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ৩টে ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টোয় হাওড়া থেকে ছাড়বে। কলকাতা স্টেশন থেকে যোগবাণী এক্সপ্রেস আগে নির্ধারিত সময় ৮টা ৫৫ মিনিট ছিল। এবার থেকে ৯ টা ৪৫ মিনিটে ছাড়বে। হাওড়া-জামালপুর এক্সপ্রেস রাত ১০টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫ মিনিটে ছাড়বে।
১ জানুয়ারি থেকে সময়সূচি বদল হচ্ছে পূর্ব রেলের। একাধিক মেমু, ডেমু, ইএমইউ, এক্সপ্রেস ট্রেনের সময় বদল হতে চলেছে।