JU Incident: অগ্নিগর্ভ যাদবপুর! রাত বাড়তেই ক্যাম্পাসে আগুন, নিগ্রহ উপাচার্যকেও

Published : Mar 02, 2025, 02:19 AM IST
JU Incident

সংক্ষিপ্ত

দফায় দফায় উত্তপ্ত যাদবপুর।

এবার আগুন লেগে যাওয়ার মতো ঘটনা থেকেও বাদ গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। বলা চলে, লাগাতার অশান্তই থাকল ক্যাম্পাস। রাতের অন্ধকারে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল যাদবপুর ক্যাম্পাসে। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ঠিক কী জানা যাচ্ছে? শনিবার, রাত ৯.৩০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা হটাৎ দেখতে পান যে, শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলছে। আর এই বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

অন্যদিকে, এদিন সন্ধ্যা নাগাদ আহত পড়ুয়াকে দেখতে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যান ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। কিন্তু সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ সামনে আসছে। উপাচার্য জানিয়েছেন, তাঁকে দেখে রীতিমতো তেড়ে আসেন একদল পড়ুয়া।

শুধু তাই নয়, ধাক্কাও মারা হয় তাঁকে এবং ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি। ওই অবস্থাতেই আবার হাসপাতালে থাকা বেশ কয়েকজন ছাত্র তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু তাতেও অবশ্য রেহাই মেলেনি। এরপর তাঁর গাড়ির সামনে চলে আসেন একদল ছাত্র। কোনওমতে সেখান থেকে বেরিয়ে যান উপাচার্য। এই ঘটনা প্রসঙ্গে উপাচার্যর কথায়, “যা কিছু ঘটছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তা অত্যন্ত লজ্জার।”

সবমিলিয়ে, আবারও শিরোনামে যাদবপুর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী